এম মেহেদী সানি,বনগাঁ,আপনজন: উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর দীলিপ কুমার দাস প্রয়াত হলেন৷ দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার ভোর ৫ টা নাগাদ তৃণমূলের ওই বর্ষীয়ান নেতা তথা বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দীলিপ বাবুর মৃত্যু হয়, বয়স হয়েছিল ৭৯ বছর। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দীলিপ বাবু ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি গত পৌরভোটের আগে থেকেই কলকাতাতে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সপ্তাহে তাকে বাড়িতে নিয়ে আসলেও শারীরিক অসুস্থতা বাড়ায় ফের বনগাঁ হাসপাতালে এইচ ডি ইউ ইউনিটে ভর্তি করা হয়। দীর্ঘ লড়াই এর পর বুধবার সকালে বনগাঁ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সম্প্রতি পৌরভোটে বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়ে ছিলেন তিনি। ভোটের ফলাফল অনুযায়ী ৩৮৬ ভোটে জয়ী হয়েছিলেন। বর্ষীয়ান নেতা দিলীপ দাসের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বনগাঁর রাজনীতি মহলে৷ শোকপ্রকাশ করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ৷ তিনি এক শোকবার্তায় লেখেন 'দিলীপ দাসের অকালপ্রয়ানে আমি গভীর ভাবে শোকাহত ও মর্মাহত । ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি৷'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct