অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: সারা ভারত ধর্মঘটের সমর্থনে ও একাধিক দাবিতে বিক্ষোভ মিছিল ও আইন অমান্য কর্মসূচি পালন করল বামেরা। আইন অমান্য কর্মসূচির আগে একটি মিছিল করা হয় বামফ্রন্টের তরফে। অন্যদিকে, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে মঙ্গলবার জেলা প্রশাসনিক ভবন চত্বরে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। উল্লেখ্য, আগামী ২৮ ও ২৯ মার্চ সারা ভারত ব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। সেই ধর্মঘটের সমর্থনে ও একাধিক দাবিতে এদিন আইন অমান্য কর্মসূচিতে শামিল হয় বামফ্রন্টের কর্মী সমর্থকরা।বাম কর্মী সমর্থকরা মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে পৌঁছলে পুলিশের তরফে সেই মিছিল আটকে দেয়া হয় বলেই অভিযোগ। এর ফলে বামফ্রন্টের কর্মী ও সমর্থকদের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি বেধে যায় আন্দোলনকারীদের। এদিন বামফ্রন্টের বিভিন্ন সংগঠনের পাশাপাশি কংগ্রেসের শ্রমিক সংগঠন এই বিক্ষোভ মিছিলে শামিল হয়। হাজির ছিলেন আরএসপির রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী, সিপিআইএমের জেলা সম্পাদক নারায়ন বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা। এবিষয়ে আরএসপির রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী জানান, জিনিসপত্রের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, সবকিছুর বেসরকারিকরণ করে দেয়া হচ্ছে, আনিস খানের মৃত্যুর সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ইত্যাদি নানা কারণে আমরা আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct