নিজস্ব প্রতিবেদক,হাওড়া,আপনজন: রামপুরহাটের গণহত্যা নিয়ে হাওড়ায় বামেদের বিক্ষোভ। কালই ঘটনাস্থলে যাচ্ছে বাম প্রতিনিধি দল।রামপুরহাটের গণহত্যা এবং আনিস খান হত্যার প্রতিবাদে মঙ্গলবার হাওড়ার পাঁচলার জয়নগরে প্রতিবাদ মিছিলের ডাক দেয় বামফ্রন্ট। ওই মিছিলে অংশ নেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু , সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং বাম নেতারা। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করতে হবে এবং ন্যায়বিচারের দাবিতে এই মিছিলে পা মেলান কয়েকশো বাম কর্মী। মহম্মদ সেলিম বলেন, আগামী ২৮ এবং ২৯ মার্চ সারা ভারত ধর্মঘট ডেকেছে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি। ওই ধর্মঘট সাধারণ ধর্মঘট হিসেবে পালন করা হবে। অন্যান্য দাবি-দাওয়ার সঙ্গে রামপুরহাট গণহত্যা এবং আনিস খান ও দুই কাউন্সিলর হত্যার ন্যায়বিচারের দাবিও যোগ করা হয়েছে। এদিন মহম্মদ সেলিম বলেন, আনিস খানের কবর থেকে তিনি মাটি তুলে এনেছেন। এই মাটি হাতে তিনি শপথ করছেন যতদিন না ওই পরিবার ইনসাফ পাবে ততদিন আন্দোলন চলবে। রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে এক প্রতিনিধি দল আগামীকাল রামপুরহাটে যাবেন। এদিন মিছিল শেষে বাম কর্মীরা রানীহাটি মোড়ে জাতীয় সড়ক অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। পরে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct