রঙ্গিলা খাতুন,কান্দি,আপনজন: কান্দির মানুষের এবং দলের একাংশ মনে করেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে চেয়ারম্যান হিসেবে না হোক অনন্ত ভাইস চেয়ারম্যান হিসাবে দেখা যাবে প্রাক্তন চেয়ারম্যান অর্থাৎ পৌরপিতা দেবাশীষ চ্যাটার্জিকে কিন্তু না। দলের নির্দেশ মতই কান্দি পৌরসভার বোর্ড গঠন করল তৃণমূল। মুর্শিদাবাদের কান্দি পৌরসভার নবনির্বাচিত পৌর প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মঙ্গলবার কান্দি কমিউনিটি হলে।। এই শপথ অনুষ্ঠানে কান্দি মহকুমা শাসক নবীন কুমার চন্দ্রা কান্দি পৌরসভার ১৮ টি ওয়ার্ডের পৌর প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান। কান্দি পৌরসভার পৌরপিতা হিসাবে শপথ বাক্য পাঠ করেন ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দেব ঘটক এবং সহকারি পৌরপিত হিসাবে শপথ গ্রহণ করেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরী সিনহা বিশ্বাস। উল্লেখ্য কান্দি পৌরসভায় ১৮ টি ওয়ার্ডের মধ্যে ১৬ টি ওয়ার্ডে তৃণমূল জয়ী হয়েছে। বাকি দুটিতে নির্দল কাউন্সিলর জয়ী হয়েছে। সুতরাং কান্দি পৌরসভায় তৃণমূলের বোর্ড গঠন নিয়ে কোনো বিতর্ক ছিল না। সেই মতো মঙ্গলবার নির্বিঘ্নেই তৃণমূল পৌরসভার বোর্ড গঠন করেন। কিন্তু কান্দির মানুষ তাকিয়ে রয়েছিলেন প্রাক্তন চেয়ারম্যান দেবাশীষ চ্যাটার্জির দিকে। তবে না! দলের নির্দেশ মতই চেয়ারম্যান হলেন জয়দেব ঘটক এবং ভাইস চেয়ারম্যান হলেন গৌরী সিনহা বিশ্বাস। প্রসঙ্গত প্রাক্তন পৌরপিতা তথা চেয়ারম্যান দেবাশীষ চ্যাটার্জীকে প্রথমে তৃণমূল দলের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হয়েছিল কিন্তু বোর্ড গঠন হওয়ার আগেই সরিয়ে দেওয়া হয়। এতে দলের মধ্যেই বিভিন্ন গুঞ্জন শুরু হয়েছিল। অনেকেই ভেবেছিলেন হয়তো শপথ অনুষ্ঠানে চেয়ারম্যান না হোক অনন্ত ভাইস চেয়ারম্যান হিসাবে প্রাক্তন চেয়ারম্যান কে দেখা যাবে কিন্তু না কেবলমাত্র কাউন্সিলর হিসাবে শপথ বাক্য পাঠ করেন তিনি। এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার এবং স্থানীয় বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ। চেয়ারম্যান হিসেবে শপথ নিয়ে জয়দেব ঘটক বলেন “ দলের নির্দেশ মতো কান্দির মানুষের কথা ভেবে কান্দি পৌরসভার উন্নয়ন করার চেষ্টা করব। পানিও জল পরিষেবা এবং অন্যান্য সমস্যা সমাধান করার চেষ্টা করব। “ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নিয়ে গৌরী সিনহা বিশ্বাস বলেন “ বিধায়কের আশির্বাদে আমি এই পদ পেয়েছি তার নির্দেশে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কাজ করে যাব। “কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন “ কান্দির মানুষের সার্বিক উন্নয়ন করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছি। বর্তমানে মুখ্যমন্ত্রী নির্দেশে কান্দির মানুষের আশির্বাদ করেছেন সকলকেই সঙ্গে নিয়ে ভবিষ্যতে আরও উন্নয়ন করার পরিকল্পনা গ্রহণ করা হবে। “
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct