জয়প্রকাশ কুইরি,পুরুলিয়া,আপনজন: টানা তিন মাস বেতন না পেয়ে অবশেষে কর্মবিরতি শুরু করলেন পুরুলিয়া পুরসভার অস্থায়ী কর্মীরা। সোমবার থেকে কর্মবিরতি শুরু করেছেন তারা যতদিন না পর্যন্ত বেতন পাচ্ছেন ততদিন এই কর্ম বিরতি চলবে বলে জানিয়েছেন পুরুলিয়া পুরসভার অস্থায়ী কর্মীরা। ফলে পুরুলিয়া শহরের রাস্তা ঘাটে আবর্জনা সাফাইয়ের কাজ ভয়ঙ্কর ভাবে প্রভাবিত হয়েছে যত্র তত্র পড়ে আছে নোংরা আবর্জনা। জানা গিয়েছে পুরসভা নির্বাচন পেরিয়ে গেলেও এখন পুরুলিয়াতে পুরবোর্ড গঠন হয় নি। এই অবস্থায় যে এখনই তারা বেতন পাবেন বলে সম্ববনাও তারা দেখতে পাচ্ছেন না। কর্মীদের অভিযোগ বেতন না পাওয়ার জন্য তাদের এখন সংসার চালাতেও সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে তারা দিন কয়েক দিনের মধ্যে বেতন না পেলে সমস্যা বাড়বে বলে জানিয়েছেন। পুরসভার পক্ষে কেউ বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে চাননি। তবে বিদায়ী পুরবোর্ডের প্রশাসক নবেন্দু মহালি বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেছেন অস্থায়ী কর্মীদের বেতন দেওয়া নিয়ে একটা চেষ্টা শুরু হয়েছে। নতুন পুরবোর্ড গঠিত হওয়ার পর যত শীগ্র সম্ভব অস্থায়ী কর্মীদের বেতন দিয়ে দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct