মোল্লা মুয়াজ ইসলাম,খণ্ডঘোষ,আপনজন: খণ্ডঘোষ থানার পক্ষ থেকে মঙ্গলবার এক রক্তদান শিবিরে আয়োজন করা হয়। সেখানে থানার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশিষ সেন। জানা যায়, খণ্ডঘোষ থানার আধুনিকীকরণ সহ বৃষ্টির জল ধরে রেখে ব্যবহার করা ও সিসিটিভি ক্যামেরা সংযুক্তকরণের মতো অনেক প্রকল্পের উদ্বোধন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়, এসডিপিও সদর (সাউথ) সুপ্রভাত চক্রবর্তী, সিআইসি রজত কান্তি পাল, রায়না থানার ওসি পুলক মন্ডল,খণ্ডঘোষ বিডিও সত্যজিৎ কুমার ,পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি, জেলা পরিষদ সদস্য অপার্থিব ইসলাম সহ বিশিষ্টরা। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন গোটা জেলা জুড়ে থানাগুলির আধুনিকীকরণ, ট্রাফিক ব্যবস্থার উন্নতিকরণ, সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচার, গুরুত্বপূর্ণ সড়কে নিরপত্তায় বিশেষ উদ্যোগী হয়েছেন। এইসব ব্যবস্থার ফলে দুর্ঘটনা রোধ, বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা এবং চুরির উপদ্রব কম হবে বলে জানা যায়। উল্লেখ্য, বিগত কয়েকদিনে মাধবডিহি থানা, ভাতার থানা, খণ্ডঘোষ থানা সহ জেলার প্রতিটি থানায় ঢেলে সাজানোর কাজ চলছে। জেলা পুলিশ সুপার খণ্ডঘোষে এইসব প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এসে, খণ্ডঘোষ থানার ওসি পুষ্পেন্দু জানা ও তার পুরো টিমকে ধন্যবাদ জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct