আপনজন ডেস্ক: সালমান খান। বলিউডের ভাইজান নামে খ্যাত। বর্তমানতে তার বয়স ৫২। এই বয়সেও বর্তমানে বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর।তাকে বিয়ে করার জন্য অসংখ্য তরুণী পাগল। বিভিন্ন সময় ঐশ্বরিয়া, ক্যাটরিনাসহ অনেক নায়িকার সঙ্গে তার প্রেম ছিল বলে খবর।যদিও কোনো সম্পর্কই বেশি দিন স্থায়ী হয়নি সালমান খানের। কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা আর করা হয়নি ভাইজানের। আর এ কারণেই কী সালমান খান একাকীত্বে ভুগছেন? এমন প্রশ্ন সালমান ভক্তদের মনে ঘুরলেও সে প্রশ্নের উত্তর আজও মেলেনি। সালমান তার নিজ গুণে অভিনয় করে যাচ্ছেন নিয়মিত। তবে জানা গিয়েছে, তিনি নাকি আত্মহত্যা করতে চেয়েছিলেন। ট্রাইজেমিনাল নিউরালজিয়া রোগের শিকার হয়েছিলেন তিনি। বাংলায় যাকে বলা হয় আত্মহত্যার রোগ। এ কথা তিনি নিজের মুখেই স্বীকার করেছেন। এই রোগের কারণে এতটাই যন্ত্রণা হয় রোগীর, যে একসময় তার মনে হয় আত্মহত্যাই হচ্ছে একমাত্র মুক্তির পথ। দুবাইয়ে টিউবলাইট সিনেমার ‘রেডিও’ গানটি প্রকাশের অনুষ্ঠানে এ রোগে আক্রান্ত হওয়ার কথা জানান তিনি। রোগটি নিয়ে যেন সচেতনতা বাড়ে, সেই উদ্দেশেই জনসমক্ষে সেই কথা তুলে ধরেন। সালমান বলেন, ‘এ রোগে আক্রান্ত হওয়ার পর সারা মুখজুড়ে অসহ্য যন্ত্রণা হতো। ঠিকমতো মুখ খুলতে পারতাম না। কথা বলতে পারতাম না ভালোভাবে, জড়িয়ে যেত। গলার স্বর ভেঙে গিয়েছিল। সবাই ভাবতে শুরু করেছিল আমি মদ্যপান করা শুরু করেছি। কিন্তু আমি মদ্যপান করতাম না। একটা সময় মনে হত আত্মহত্যা করি। কিন্তু পারিনি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct