অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান মমতাজ সংঘমিত্রা। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে অবস্থিত জেলা প্রশাসনিক ভবন চত্বরে বিবেকানন্দ কনফারেন্স হলে জেলা প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি। মূলত সংখ্যা লঘুদের উন্নয়নে জেলায় সংখ্যালঘু দপ্তরের পক্ষ থেকে কি কি প্রকল্প গ্রহণ করা হয়েছে, জেলায় কত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস করেন, সংখ্যালঘুদের শিক্ষা ক্ষেত্রে উন্নয়নে কি কি প্রকল্প নেয়া হয়েছে এইসব বিষয় খতিয়ে দেখতেই জেলায় আসেন রাজ্য সরকারের সংখ্যালঘু দপ্তরের বিশেষ প্রতিনিধি দল। এবিষয়ে সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান মমতাজ সংঘমিতা জানান, আজকে আমাদের মাইনোরিটি কমিশনের পক্ষ থেকে প্রশাসনিক মিটিং এর আয়োজন করা হয়েছিল। শিক্ষকসহ সরকারি যে সমস্ত প্রকল্প রয়েছে, সেই সমস্ত বিষয় আলোচনা হল। এই জেলায় সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত মানুষের সংখ্যা কত রয়েছে এবং তাদের জন্য কি কি কাজ করা হয়েছে সেই সমস্ত বিষয়ের উপরে আলোকপাত করা হয়েছে।জেলা প্রশাসনের তরফে পুরো তথ্য গুলি খুব সুন্দর ভাবে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। পাশাপাশি, দক্ষিণ দিনাজপুর জেলার তে একটি ইংরেজী মাধ্যমের স্কুল তৈরি করা হবে বলে জানিয়েছেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান মমতাজ সংঘমিতা। সংখ্যালঘু কমিশনের তিনজন প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক আয়েশা রানি এ, পুলিশ সুপার রাহুল দে, পার্থ প্রতিম সরকার, ডক্টর সুকুমার দে সহ পুলিশ ও আধিকারিকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct