মাফরুজা মোল্লা,ক্যানিং,আপনজন: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার আমড়াবেড়িয়া গ্রামে। চিকিৎসক এর তৎপরতায় কয়েক মিনিটের চেষ্টায় এক বছর তিন বয়সের শিশুর নাকের ছিদ্র থেকে বেরিয়ে এল পিস্তলের গুলি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বারুইপুর বেতবেড়িয়ার বাসিন্দা হোসেন লস্কর। তিনি ক্যানিংয়ের মাতলা ২ গ্রাম পঞ্চায়েত এলাকার আমড়াবেড়িয়া দাসপাড়ার মঞ্জিলা কে বিয়ে করেছিলেন। মেহেতাব লস্কর নামে দম্পতির তিন বছরের এক পুত্র সন্তান রয়েছে। গত চারদিন আগে ক্যানিংয়ের মামার বাড়িতে এসেছিল সে।রবিবার সন্ধ্যা থেকে প্লাস্টিকের রিভলবার নিয়ে খেলছিল। সাথে সাথে প্লাস্টিকের গুলিও ছুড়ছিল সে। আচমকা একটি গুলি তার নাকের ছিদ্রের মধ্যে ঢুকে গিয়ে আটকে যায়। গুলি নাকের ছিদ্রের মধ্যে ঢুকে যাওয়ার কারণে কান্নাকাটি শুরু করে।বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। পরিবারের লোকজন কি করবেন ভেবে উঠতে পারছিলেন না। সেই মুহূর্তে পরিবারের লোকজন শিশুটি কে নিয়ে চলে আসেন ক্যানিং মহকুমা হাসপাতালে যায় চিকিৎসার জন্য। সেখানে নাক-কান-গলা বিশেষঞ্জ চিকিৎসক অভিষেক বিশ্বাস এর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। মিনিট কয়েকের চেষ্টায় শিশুর নাক থেকে প্লাস্টিকের খেলনা রিভলবারের গুলি বের করতে সক্ষম হন ক্যানিং মহকুমা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক।ওটি থেকে শিশুকে বেরিয়ে আসতে দেখে হাসি ফোটে পরিবারের সদস্যদের। শিশুর মামা লতিফ মন্ডল ক্যানিং মহকুমা হাসপাতালকে ধন্যবাদ জানিয়েছেন। ক্যানিং মহকুমা হাসপাতালের ডাক্তারবাবুর তৎপরতায় প্লাস্টিকের খেলনা রিভলবারের গুলি বের হওয়ায় স্বস্তিঃ ফিরে পান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct