সঞ্জীব মল্লিক,বাঁকুড়া,আপনজন: পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে জড়িয়ে পড়লেন ‘আইন অমান্য’ কর্মসূচিতে যোগ দেওয়া বাম গণ সংগঠনের নেতা কর্মীরা। এমনকি আন্দোলনকারীদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ। এছাড়াও পুলিশী আক্রমণের হাত থেকে মহিলারাও রেহাই পাননি বলে অভিযোগ উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী মঙ্গলবার শ্রম কোড বাতিল, কেন্দ্র ও রাজ্যের নয়া পরিবহন নীতি বাতিল, পেট্রোপণ্যের দাম কমানো, ছাত্র নেতা আনিস খানের হত্যাকারীদের শাস্তি সহ বেশ কিছু দাবিতে ‘আইন অমান্য আন্দোলনে’ নামে বাম গণ সংগঠন গুলি। মঙ্গবার সি.আই.টি.ইউ, এ.আই.টি.ইউ.সি, টি.ইউ.সি.সি অন্যান্য বাম গণসংগঠন গুলির নেতা কর্মীরা বাঁকুড়া শহরের হিন্দু স্কুল মাঠ থেকে মিছিল করে জেলাশাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন।
পরে জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছানোর আগেই বাম গণ সংগঠন গুলির কর্মীদের পথ আটকায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশী বাধা টপকে সামনে এগোতে গেলে আন্দোলনকারীদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। দুপক্ষের ধ্বস্তাধ্বস্তির মধ্যেও নিজেদের অবস্থানে অনড় থাকেন আন্দোলনকারীরা। নেতৃত্বের পুরোভাগে থাকা সিপিআইএম নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম বলেন, সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ কর্মীদের জন্যও আমরা আন্দোলন করছি। আর সেই পুলিশ আমাদের বাধা দিচ্ছে। আমরা জেলাশাসকের দপ্তর দখল করতে যাইনি। আমাদের দাবি জানাতে এসেও বাধার সম্মুখীন হচ্ছি। পুলিশ মহিলাদের উপরেও আক্রমণ করেছে বলে তিনি অভিযোগ করেন। সিপিআইএম নেতা পার্থ প্রতিম মজুমদার বলেন, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুরদের স্বার্থে আমরা লড়াই আন্দোলনে নেমেছি। সেখানে পুলিশ নির্বিচারে লাঠি চার্জ করলো। তাঁদের এক কর্মী ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান। পুলিশ তাকেও লাথি মেরেছে বলে তিনি অভিযোগ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct