আপনজন ডেস্ক: সোমবার চিনের রাষ্ট্রীয় ইস্টার্ন এয়ারলাইনসের একটি বিমান দেশটির দক্ষিণাঞ্চলীয় পাহাড়ী এলাকায় বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ১৩২ জন যাত্রী ও ক্রু ছিল। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম ও উদ্ধারকারীরা জানিয়েছে, বিধ্বস্ত বিমানের আরোহীদের কারও বেঁচে থাকার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং ৭৩৭ বিমানটি কুনমিং থেকে গুয়াংঝু যাওয়ার পথে গুয়াংশি এলাকায় বিধ্বস্ত হয় এবং এটিতে আগুন ধরে যায়। বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বিমানে ১২৩ জন যাত্রী ও ৯ জন ক্রু ছিলেন। জানা যায়, সোমবার স্থানীয় সময় বেলা ১টা ১১ মিনিটে চিনের ইউনান প্রদেশের কুনমিং শহর ছেড়ে যায়। বেলা ৩টা ৫ মিনিটে সেটি হংকংয়ের সীমান্তবর্তী গুয়াংডং প্রদেশের গুয়াংজু শহরে অবতরণের কথা ছিল। বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানটি ছয় বছরের পুরনো। কুনমিং ছেড়ে যাওয়ার পর সেটি ২৯ হাজার ১০০ ফুট উচ্চতায় উড়ছিল। এর মাত্র দুই মিনিট ১৫ সেকেন্ড পরই সেটি ৯ হাজার ৭৫ ফুট উচ্চতায় নেমে আসে। আরও ২০ সেকেন্ড পর বিমানটি নেমে আসে ৩ হাজার ২২৫ ফুটে। এরপর সেটির অবস্থান শনাক্ত করা যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct