মঞ্জুর মোল্লা,নদিয়া,আপনজন: ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পরে এশিয়া বুক অফ রেকর্ডস নদীয়া জেলার ভারত-বাংলাদেশ চাপড়ার তানভির ইন্ডিয়া বুক রেকর্ডসের পর এবার এশিয়া বুক অব রেকর্ডস নদীয়ার চাপড়ার তানভির গর্বীত চাপড়াবাসী প্রশ্নের উত্তর তার হাত পৌঁছায় সার্টিফিকেট মাত্র ৯ বছর বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলে নজির গড়লো নদীয়ার চাপড়ার তানভি আরশি মন্ডল।মাত্র ৪ মিনিট ৪৪ সেকেন্ডে হিউম্যান এ্যানাটমী এবং ফিজিওলজি নিয়ে ১১০ টি প্রশ্নের উত্তর দিয়ে সবচেয়ে ছোট বয়সে তার এই রেকর্ড। তানভির মা এবং বাবা দুজনে স্কুল শিক্ষক।
ছোট থেকেই তার পড়াশোনার প্রতি গভীর আগ্রহ, স্বপ্ন স্পেস সাইন্টিস্ট হওয়ার। মাত্র ৯ বছর বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে খেতাব জয় করে আগামী দিনে গিনেস বুক অব রেকর্ডে নাম তোলার ইচ্ছা রয়েছে তার। তার এই সফলতাই খুশি পরিবারের সদস্য পাড়া-প্রতিবেশিও শিক্ষক-শিক্ষিকারা।তানভীর মা তাপসী রায় চৌধুরী জানিয়েছেন ইতিমধ্যে এই বিষয় নিয়েই এশিয়া বুক অব রেকর্ডে হয়েছে এবং তার জন্য আমি গর্বিত পাশাপাশি স্বপ্ন রয়েছে গিনেস বুক অব রেকর্ডে নাম তোলার। তবে তা হিউম্যান এ্যানাটমী এবং ফিজিওলজি নিয়ে নয়,ছোট থেকেই তানভীর স্বপ্ন স্পেস সাইন্টিস্ট হওয়ার তাই স্পেস সায়েন্স নিয়েই গিনেস বুক অব রেকর্ডে নাম তুলতে চায় সে। তানভীর বাবা আলাউদ্দিন মন্ডল জানান মেয়ে খুব পড়াশু নায় ভাল তার ইচ্ছা জীবনে বড় হয়ে স্বপ্ন স্পেস সাইন্টিস্ট। তানভীর আরশি মন্ডল কৃষ্ণনগর একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করে। আরশি মন্ডল জানান আমি এই রেকর্ডটা করতে পেরে খুবই গর্বিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct