সেখ রিয়াজুদ্দিন,বীরভূম,আপনজন: বিশ্বভারতীতে অচলাবস্থা অব্যাহত। সোমবার থেকে বিশ্বভারতীতে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা, কিন্তু পরীক্ষা বয়কট করে আন্দোলনে সামিল ছাত্র ছাত্রীরা।কতৃপক্ষের কাছে পরীক্ষার জন্য আরও এক মাস সময় চেয়ে বিক্ষোভ শুরু করে ছাত্রছাত্রীরা। হোস্টেল খোলা, অনলাইনে পরীক্ষা দেওয়া-সহ একাধিক দাবিতে বিশ্বভারতীতে দীর্ঘদিন ধরেই চলছে আন্দোলন।পড়ুয়াদের দাবি ছিল, মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পরীক্ষার সময় সূচি পিছনো বা সময় সীমা বৃদ্ধি করা। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে সেসমস্ত কোনও দাবিই মানা হয়নি এখনো পর্যন্ত,সেই কারণেই ছাত্র বিক্ষোভ অব্যহত। তারই প্রতিবাদে ছাত্র ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বয়কটের ডাক দেয়। বিশ্বভারতীর কলেজ স্তরের সেমিস্টার পরীক্ষাগুলি হয়নি। ফের বন্ধ হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। বিশ্বভারতীর শিক্ষাসত্র ও পাঠভবনের পরীক্ষার সময় সীমা বাড়াতে হবে এই দাবিতে পরীক্ষা বয়কট করে একাংশ পড়ুয়া।
অন্যদিকে পরীক্ষা দিতে চায় একাংশ পড়ুয়া। এ নিয়ে আবার দু’পক্ষের ছাত্র ছাত্রীদের মধ্যে শুরু হয় বিবাদ। তবে পরীক্ষা বয়কট আন্দোলনের জেরে বন্ধ হয়ে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা।দোলের আগে থেকে এপর্যন্ত টানা ২১ দিন ধরে চলেছে বিশ্বভারতীর বিক্ষোভ। পড়ুয়াদের দাবী,“প্রথমে বলা হয়েছিল, অর্ধেক সিলেবাসে অর্থাৎ যতটা পড়ানো হয়েছে তার ভিত্তিতে টেস্ট পরীক্ষা হবে। কিন্তু চার দিন আগে নোটিস দিয়ে জানানো হয় পুরো সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। ২১ ফেব্রুয়ারি টেস্ট পরীক্ষা শেষ হয়। মার্চ থেকেই ফাইনাল পরীক্ষা। স্টাডি লিভ মাত্র ১ মাস দেওয়া হয়েছে। যেখানে সব জায়গায় তিন মাস সময় দেওয়া হয় বলে পড়ুয়াদের দাবি।জীবনের এতবড়ো পরীক্ষা বয়কট এরপর এই ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ কি? এখন সেটাই প্রশ্ন চিহ্ন।যদিও এখন পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে এবিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct