আপনজন ডেস্ক: কয়েক দিন আগে পাকিস্তানের রাওয়ালপিন্ডির পিচ আইসিসির কাছ থেকে ভালো রেটিং পায়নি। পাকিস্তানের চেয়ে পিছিয়ে থাকল না ভারতও! শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার গোলাপি বলের টেস্টের ভেন্যু চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচকেও ‘গড়পড়তার নিচে’ রেটিং দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির ম্যাচ রেফারি ও সাবেক ভারতীয় পেসার জাভাগাল শ্রীনাথ এ রেটিং দিয়েছেন। ‘গড়পড়তার চেয়েও খারাপ’ রেটিং পাওয়ার অর্থ, আইসিসির পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষণ প্রক্রিয়ার অধীনে বেঙ্গালুরুর এ ভেন্যু একটি ডিমেরিট পয়েন্ট পাচ্ছে।
উইকেট নিয়ে পর্যবেক্ষণমূলক প্রতিবেদনে শ্রীনাথ লিখেছেন, ‘প্রথম দিনেই পিচে অনেক ঘূর্ণি ছিল। যদিও আমার চোখে সেশন যত গড়িয়েছে, পিচের মান তত ভালো হয়েছে, তবে ব্যাট ও বলের লড়াইয়ে সমতা থাকেনি।’ আইসিসির পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষণ প্রক্রিয়ার নতুন সংশোধনী অনুযায়ী, যে ভেন্যুর পিচ ‘গড়পড়তার নিচে’ রেটিং পাবে, সে ভেন্যুকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। পিচ ‘বাজে’ রেটিং পেলে ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে তিনটি, আর ‘খেলার অযোগ্য’ রেটিং পেলে ডিমেরিট পয়েন্ট পাঁচটি। একটি রেটিংয়ের কারণে পাওয়া ডিমেরিট পয়েন্ট ঘূর্ণমান ভিত্তিতে পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। আর এ পাঁচ বছরের মধ্যে যদি সব মিলিয়ে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পায় কোনো ভেন্যু, সে ক্ষেত্রে এর পরের ১২ মাস সেখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যাবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct