সম্প্রীতি মোল্লা,কলকাতা,আপনজন: সোমবার কলকাতা হাইকোর্টের এজলাশে জিন্স প্যান্ট এবং টি-শার্ট পরে আসায় এক শিক্ষককে বিচারপতির ভর্ৎসনার মুখে পড়তে হল। হাইকোর্টের নির্দেশেই তিনি এদিন আদালতে হাজির হয়েছিলেন। তবে সোমবার শুনানি শুরুর আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষকের পোশাক নিয়ে ওই শিক্ষককে ভর্ৎসনা করেন। বিচারপতির বকুনির চোটে মিনিট পনেরোর মধ্যেই পোশাকবদল করতে হয় ওই শিক্ষককে। এরপর শুরু হয় মামলা শুনানি।স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর মাধ্যমে চাকরি পাওয়া এক ব্যক্তির করা মামলার পরিপ্রেক্ষিতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এলাকার এক হাইস্কুলের প্রধানশিক্ষক এবং টিচার ইনচার্জ আদালতে উপস্থিত ছিলেন। তবে টিচার ইনচার্জ স্বপন চক্রবর্তীর পোশাক দেখেই চটে যান বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। কেন এক জন শিক্ষক হয়ে ‘ফর্মাল’ পোশাক পরে আদালতে আসেননি, প্রশ্ন তোলেন তিনি। বিচারপতি এজলাসে জানান ‘আপনি একজন টিচার ইনচার্জ। নৈতিক আচরণ সম্পর্কে আপনি কি অবগত নন? জিন্স আর টি-শার্ট পরে কোর্টে এসেছেন!’ এরপর শিক্ষককে পোশাক বদলে আসতে বলা হয়। আদালত সুত্রে প্রকাশ, সমস্যায় পড়ে যান ওই শিক্ষক। এদিন কলকাতা হাইকোর্ট থেকে বেরিয়ে দোকানে গিয়ে পোশাক কিনে আনতে গেলেও তো সময় লাগবে, তাই ওই শিক্ষকের সঙ্গে আসা এক ব্যক্তির জামা চেয়ে পরেন নেন শিক্ষক। আর নিজের টি-শার্ট দিয়ে দেন তাঁকে। এর পরে শুরু হয় মামলার শুনানি। এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী বৈদূর্য ঘোষাল জানান, ‘আদালত ওই শিক্ষককে সরকারি তথ্যদানে তলব করেছিল, ওই শিক্ষক টি-শার্ট পরে এসেছেন। আমরা সাধারণত কোনও সরকারি জায়গায় টি-শার্ট পরে যাই না।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct