আপনজন ডেস্ক: অবরুদ্ধ বন্দরনগরী মারিউপোলের আত্মসমর্পণের বিনিময়ে শহরটিতে থাকা লোকজনকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়ার রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। শহরটিতে থাকা ইউক্রেনীয় প্রতিরোধ বাহিনী অস্ত্র ত্যাগ করলে বেসামরিকদের শহরটি থেকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হবে বলে প্রস্তাবে বলেছে রাশিয়া। ধারণা করা হচ্ছে, মারিউপোলে প্রায় তিন লাখ মানুষ আটকা পড়ে আছে। তাদের সরবরাহ ফুরিয়ে আসছে আর শহরটিতে ত্রাণের প্রবেশও আটকে দেওয়া হয়েছে।রোববার রুশ জেনারেল মিখাইল মিজিএনসেভ আত্মসমর্পণ প্রস্তাবের বিস্তারিত জানিয়ে মস্কোর স্থানীয় সময় ভোর ৫টার মধ্যে শর্ত মেনে নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন। মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাশিয়ার সেনারা নিরাপদ করিডোর খুলে দেবে, প্রাথমিকভাবে ইউক্রেনীয় সেনাদের ও ‘বিদেশি ভাড়াটে সেনাদের’ অস্ত্র সমর্পণ করার জন্য ও শহর ছেড়ে চলে যাওয়ার জন্য। রুশ বাহিনী জানিয়েছে, এর দুই ঘণ্টা পর সড়কগুলো থেকে মাইন অপসারণ শুরু করবে তারা এবং তা শেষ হলে খাদ্য, ওষুধ ও অন্যান্য মানবিক ত্রাণবাহী বহরকে নিরাপদে শহরটিতে প্রবেশ করতে দেবে।মারিউপোলে যে মানবিক বিপর্যয় নেমে আসছে, তা স্বীকার করেছেন জেনারেল মিজিএনসেভ। তিনি জানিয়েছেন, শহরটির বেসামরিক বাসিন্দাদের পূর্ব অথবা পশ্চিম দিক দিয়ে শহর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়ার হবে, প্রস্তাবে এমনটি বলা হয়েছে। এই প্রস্তাবগুলোর জবাবে ইউক্রেইনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেছেন, ইউক্রেইন মারিওপোলের পতন রোধ করার চেষ্টা বন্ধ করবে না। “আত্মসমর্পণের, অস্ত্র নামিয়ে রাখার প্রশ্নই উঠতে পারে না,” তিনি এমনটি বলেছেন বলে জানিয়েছে ইউক্রেনের সংবাদপত্র ইউক্রাইনস্কা প্রাভদা। রোববার সকালে মারিউপোলের মেয়রের উপদেষ্টা পিওতর আন্দ্রেশেঙ্কো বলেছেন, শহরটির যোদ্ধারা লড়াই চালিয়ে যাবে। শেষ সৈন্য থাকা পর্যন্ত লড়াই চলবে। মারিউপোল রাশিয়ার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যস্থল। রাশিয়া ইউক্রেইনের আক্রমণ শুরু করার পর এখানে সবচেয়ে প্রাণঘাতী কয়েকটি লড়াই দেখা গেছে। রাশিয়ার সেনারা গত কয়েক সপ্তাহ ধরে শহরটি ঘিরে রেখেছে। শহরটির বাসিন্দারা বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ ছাড়াই সেখানে আটকা পড়ে আছে। রুশ বাহিনীর হামলায় শহরটির ৯০ শতাংশ ভবন হয় ধ্বংস নয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে লড়াইয়ে এ পর্যন্ত অন্তত আড়াই হাজার লোক নিহত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct