মোস্তাফিজুর রহমান,নৈহাটী,আপনজন: গত ম্যাচে চার্চিলের কাছে হার যে অঘটন ছাড়া কিছু নয়,সেটা প্রমান করলেন আন্দ্রে চের্নিশভের ছেলেরা। সোমবার সন্ধ্যায় নৈহাটি স্টেডিয়ামে কেঁকড়ে এফসি’কে ১-০ গোলে হারিয়ে দিল সাদা কালো ব্রিগেড। দর্শক প্রবেশের অনুমতি না থাকায় ফাঁকা মাঠেই খেলছে মহামেডান।কিন্তু নৈহাটি থেকে বহুদূরে,কলকাতার মহামেডান স্পোর্টিং মাঠে ভীড় ছিল চোখে পড়ার মতো। কারন,মহামেডান স্পোর্টিংয়ের শুভেচ্ছা দূত নিযুক্ত হওয়া স্বনামধন্য ক্রিকেটার ইরফান পাঠান এদিনই মহামেডান মাঠে পা রাখেন। মহামেডান মাঠে বড় স্ক্রিনিংয়ে সভ্য সমর্থকদের সাথে জয় উদযাপন করেন এই প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। ইরফান পাঠান’সহ সাদা কালো সমর্থকদের উদ্দীপনার আঁচ বোধহয় উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটিতেও এসে পড়েছিল,তা নাহলে এমন তেঁড়েফুঁড়ে শুরু করবেন কেন নিকোলা,মার্কাসরা!
তবে, আজ তেঁড়েফুঁড়ে শুরু করার অন্যতম কারণ, গত ম্যাচে পচা শামুকে পা কাটাও হতে পারে।লিগ টেবিলের তলানিতে থাকা চার্চিলের কাছে হার বোধহয় মহামেডান খেলোয়াড়দের জানান দিয়েছিল,ম্যারাথন লিগে আত্মতুষ্টির জায়গা নেই। কিন্তু, এতো সব করেও গোলের দেখা নেই।১৪ মিনিটে নিকোলার অসাধারন প্রয়াস ব্যর্থ করে দেন কেঁকড়ে গোলকিপার। ২২ মিনিটে রুডোভিচকে বক্সে ট্রিপ করে ফেলে দিলেও, রেফারি পেনাল্টি দেননি মহামেডানকে।উল্টে রুডোভিচ’কেই হলুদ কার্ড দেখান। প্রথমার্ধে প্রায় ৭০ শতাংশ বল দখল রেখেও গোল করতে পারেনি কলকাতার অন্যতম প্রধান দলটি। দ্বিতীয়ার্ধেও চাপ বজায় রাখে মহামেডান খেলোয়াড়রা।কিন্তু অসংখ্য গোল মিস আর বিপক্ষ কিপারের তৎপরতায় গোলমুখ খুলতে পারেনি। অনবরত চাপ বজায় রেখে ৭০ মিনিটে কাঙ্খিত গোল পায় মহামেডান স্পোর্টিং। পরিত্রাতার ভূমিকায় সেই মার্কাস জোসেফ। বাঁ প্রান্তিক মনোজের ভাসানোর সেন্টারে স্পট জাম্পে মহামেডানকে মূল্যবান ৩ পয়েন্ট এনে দেন তিনি। ফলে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এখনো পর্যন্ত ব্ল্যাক প্যান্থার্স’রাই লিগ শীর্ষে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct