আপনজন ডেস্ক: উক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, তাঁর দেশে ১১টি দল কার্যক্রম চালাতে পারবে না। নিষেধাজ্ঞার কবলে পড়া দলগুলোর মধ্যে কয়েকটির বিরুদ্ধে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। দলগুলোর মধ্যে বিরোধীদল ‘ফর লাইফ’ রয়েছে। দলটি মস্কোপন্থী হিসেবে পরিচিত। এ ছাড়া অপজিশন ব্লক, আওয়ারস, পার্টি অব শরিয়া, লেফট অপজিশন, ইউনিয়ন অব লেফট ফোর্সেস, স্টেট, প্রগ্রেসিভ সোশ্যালিস্ট পার্টি অব ইউক্রেন, সোশ্যালিস্ট পার্টি অব ইউক্রেন, সোশ্যালিস্টস, ভ্লাদিমির সালদো ব্লক। এই নিষেধাজ্ঞা অল্প সময়ের মধ্যে কার্যকর করতে পারে ইউক্রেনের বিচার বিভাগ। জেলেনস্কি বলেছেন, যত দিন পর্যন্ত সামরিক আইন বহাল থাকবে তত দিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct