সেখ রিয়াজুদ্দিন,বীরভূম,আপনজন: বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার শুভ উদ্বোধন করা হয় ই নজর প্রকল্পের। পুলিশের গতিবিধি নজরদারির জন্য শুরু হলো ই নজর প্রকল্প। এই নজরদারির সাহায্যে থানা বা জেলা থেকে বসে অফিসাররা কর্মরত পুলিশের অবস্থান বা লাইভ ট্র্যাকিং করতে পারবেন। জেলার ২৭ টি থানা এলাকার ৭০৭ টি গুরুত্বপূর্ণ জায়গায় যথা মন্দির, মসজিদ, উত্তেজনাপ্রবন এলাকা, ব্যস্ততম মোড়ের উপর পুলিশের পক্ষ থেকে লাগানো হয়েছে বারকোড স্ক্যান। যে থানার যে অফিসার ডিউটিতে বের হবেন তিনি তার নির্দিষ্ট এলাকায় নিজের মোবাইল থেকে বারকোড স্ক্যান করে বের হবেন। স্থানীয় থানা এলাকায় টহলরত পুলিশ কর্মীরা সেই এলাকায় হাজির হয়ে ঐ বারকোডে নিজের মোবাইল স্ক্যান করবেন। তাহলে এলাকার চিত্র পরিস্কার ফুটে উঠবে ই নজর প্রকল্পে। জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান- ই নজর প্রকল্পের মাধ্যমে কোন অফিসার কোথায় আছেন জেলা বা থানা থেকে বসেই থানার ওসি নিজের মোবাইলে তাহা জানতে পারবেন। সেই সাথে আরো তথ্য উঠে আসবে যে ঐ এলাকায় দিনে বা সপ্তাহে পুলিশ কতবার গিয়েছে। জেলা সদর সিউড়ি পুলিশ লাইনে ই নজর প্রকল্পের জন্য একটি আলাদা কন্ট্রোল রুম খুলেছে। যার দায়িত্বে থাকবেন এস আই পদমর্যাদার একজন পুলিশ অফিসার। ২৪ ঘন্টা নজরদারি চালানো হবে সেখান থেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct