মঞ্জুর মোল্লা,নদিয়া,আপনজন: নদীয়ার ধুবুলিয়ার ফুটবল খেলার মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু নদীয়া জেলা ধুবুলিয়া অধরাই রইল ইস্টবেঙ্গলে খেলার স্বপ্ন, মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রতিশ্রুতিমান ফুটবলারের একবছর আগেও তিনি দাপিয়ে খেলে গিয়েছেন কলকাতা ময়দানে।এবছর ইস্টবেঙ্গলের রিজার্ভ দলে সইও করেছিলেন।স্বপ্ন ছিল আগামী মরশুমে লাল-হলুদ জার্সিতে কলকাতা লিগে খেলবেন। ইন্তু সেই স্বপ্ন পূরণ হল না কৃষ্ণনগরের প্রতিশ্রুতিমান ফুটবলার দেবজ্যোতি ঘোষের। খেলার মাঠেই হৃদরোগে ফুটবল টুর্নামেন্ট চলাকালীন এক খেলোয়ার গুরুতর অসুস্থ পরবর্তীতে মৃত্যু, ইস্টবেঙ্গলের দ্বিতীয় টিমে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি শোকোস্তব্ধ গোটা ক্রীড়াজগৎ ধুবুলিয়া বেলপুকুর মাঠে এক ফুটবল টুর্নামেন্টে খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগেই হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়ে এক ফুটবল প্লেয়ার।সূত্রের খবর অনুযায়ী জানা যায় নবদ্বীপ সেবক সমিতি এবং কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাবের মধ্যে খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে কৃষ্ণনগর চৌরাস্তা এলাকায় বাড়ি কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাব এর হয়ে খেলতে আসা ২৭ বছর বয়সী দেবজ্যোতি ঘোষ অসুস্থ হয়ে পড়ে, এবং বমি করতে থাকে। খেলা বন্ধ রেখে সকলে তাকে ধুবুলিয়া হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি দেখে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেয় ধুবুলিয়া হাসপাতালের চিকিৎসকগণ। শক্তিনগর হাসপাতাল পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্স এর ভেতরেই তার মৃত্যু হয়।কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাবে ছোট থেকে তাকে অনুশীলন করানো পার্থ বিশ্বাস জানান দেবজ্যোতি এবছর ইস্টবেঙ্গলের দ্বিতীয় টিমে খেলার সুযোগ পেয়েছিলো। কৃষ্ণনগর চৌরাস্তায় বাড়ি হলেও, বরানগর অ্যাডামাস ক্লাবে নিয়মিত প্র্যাকটিস করে। কলকাতা লীগে রানার্সআপ এ প্রতিটা টিমের হয়ে খেলেছে। শুধুমাত্র নাড়ির টানে আজ কলকাতা থেকে কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাবের হয়ে খেলতে এসেছিলো,আমাদের ডাকে। অত্যন্ত অভাবী পরিবারের একমাত্র উপার্জন করতো সেই, এখন কিভাবে সান্তনা দেব তাও বুঝতে পারছি না এমনটাই জানালেন পার্থ বিশ্বাস। দেবজ্যোতি মৃত্যুর খবরে শোকোস্তব্ধ হয়ে পড়ে সমগ্র ক্রীড়াজগৎ। রবিবার তার মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙ্গে পড়ে গোটা এলাকার মানুষ অভিযোগ উঠছে অনুমতি খেলা দেওয়া হয়েছে এবং সেখানে কোন স্বাস্থ্যকর্মী কোন ব্যবস্থা ছিলনা এমনটাই অভিযোগ পরিবারের। তার মৃতদেহ নবদ্বীপ শ্মশান এই শেষকৃত্য করা হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct