রঙ্গিলা খাতুন,কান্দি,আপনজন: বাইক দুর্ঘটনায় প্রাণ হানির ঘটনা প্রতি নিয়ত প্রায় ঘটে চলেছে। পথ দুর্ঘটনা এড়াতে রাজ্যের পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ নিলেও সচেতন হচ্ছেন না এক শ্রেণির বাইক আরোহী। তাই বাইক আরোহীদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে অভিনব পন্থা গ্রহণ করলেন রামকৃষ্ণ আশ্রমের এক জন সন্ন্যাসী। পথ দুর্ঘটনা আটকাতে হেলমেট বিহীন বাইক আরোহীদের দাঁড় করিয়ে তাদের হেলমেট পড়ার আর্জি করতে দেখা গেল স্বামীজীকে। ঠিক সকাল ৯ টা থেকে ১১ টার দিকে মুর্শিদাবাদের কান্দি ডাকবাংলা রাজ্য সড়কের উপরে স্বামীজী সচেতনতার পাঠ দানের ঘটনা চোখে পড়ছে। সাধারণ মানুষের কাছে মহারাজ বলে পরিচিত এই ব্যক্তির নাম স্বামী নিত্যানন্দ মহারাজ। বাসস্থান মুর্শিদাবাদের কান্দি দোহালিয়া কালীবাড়ির কাছে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম। বয়স ৫৬ পেরোলেও প্রতিনিয়ত শহর কান্দি থেকে সাইকেল চড়ে মাধুকরী ও দোহালিয়ার মায়ের পুজোর ফুল সংগ্রহ করাই স্বামী নিত্যানন্দ মহারাজের প্রধান কাজ। পথ চলতি হেলমেট বিহীন বাইক আরোহীকে দেখলেই তাকে দাঁড় করিয়ে হেলমেট পড়ে বাইক চালানোর আবেদন করছেন। বলার চেষ্টা করছেন আগে প্রাণ বাঁচান নিজের এবং অন্যের। এই সামজিক কাজে কিছু অসচেতন মানুষ বিরক্ত হলেও অন্যদিকে সচেতন মানুষ থেকে প্রশাসনের পক্ষ থেকে স্বামীজিকে সাধুবাদ জানিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানা এলাকায় মোটর বাইক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে চারজনের। পাশাপাশি শুক্রবার একাধিক মোটর বাইক দুর্ঘটনায় আহতের ঘটনা ঘটেছে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে। কান্দি মহকুমায় পথ দূর্ঘটনা এড়াতে ইতিমধ্যেই রাস্তার মোড়ে মোড়ে সচেতনতা বাড়াতে ব্যারিকেড দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct