আপনজন ডেস্ক: রাষ্ট্রসংঘ বিশ্বের সুখী দেশের সূচক প্রকাশ করা ভারতের স্থান হয়েছে ১৩৬, যা বাংলাদেশে বা পাকিস্তানের থেকেও অনেক নীচে। ভারতের এই অবস্থান নিয়ে কংগ্রেস নেতা কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করে বলেছেন, ভারত ক্ষুধার সূচকে ১০১, স্বাধীনতা সূচকে ১১৯ ও সুখী দেশের সূচকে ১৩৬তম স্থান দখল করেছে। এবার আমরা শীঘ্রই ঘৃণা ও ক্রোধ তালিকার শীর্ষে চলে যেতে পারি। উল্লেখ্য, রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী টানা পঞ্চম বছরের মতো ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে শীর্ষস্থান দখল করেছে। অন্যদিকে ডেনমার্ক দ্বিতীয়স্থান দখল করে আছে, আইসল্যান্ড তৃতীয়স্থানে উঠে এসেছে। তবে বাংলাদেশের স্থান ৯৪ আর পাকিস্তান ১২১ নম্বরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct