আপনজন ডেস্ক: রাজ্যের সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পোশাক নির্দিষ্ট করে দিল নবান্ন। ছাত্রদের জন্য সাদা শার্ট আর নীল প্যান্ট। আর ছাত্রীদের জন্য সাদা শার্ট ও নীল ফ্রক কিংবা নীল-সাদা কামিজ অথবা নীল-সাদা শাড়ি। তবে প্রতিটি পোশাকে থাকতে হবে ‘বিশ্ব বাংলা’র লোগো। ‘পশ্চিমবঙ্গ সর্ব শিক্ষা মিশন’-এর আওতায় শিক্ষা দফতরের তরফে সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলোতে পোশাক, ব্যাগ, জুতো দেওয়া হয়। নয়া নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, সমস্ত সরকারি স্কুলগুলোতে পোশাকের রঙ হবে নেভি ব্লু ও সাদা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct