পণপ্রথা
জুলফিক্কার মোল্লা
______________
যতই বলি মুখে মুখে
কলুষিত পণপ্রথা হঠাও।
ততই ভাবি মনে মনে
আরো পণ্য পাঠাও।
বাবা হয়েছো তবে
সব মহা শূন্য করে,
মেয়ে কে সাজিয়ে
পণ তো দিতেই হবে ।
জ্ঞান হারা মানবতা
দেয় না কারো মাথা ব্যাথা।
মোটা পণ দিতে হবে
তবেই মেয়ের বিয়ে হবে ।
বাবার যতটুকু জমানো
একেবারে হৃদয় নিংড়ানো,
হয়েছে যখন সব শেষ ।
তিনিই ভাবেন মেয়েটি
আমার থাকে যেন বেশ ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct