বিশ্ব কবিতা দিবস
তাপস কুমার বর
__________________
কবিতা তুমি মনের কোরাসে...
জ্বালিয়েছো বহ্নিশিখাকে।
কবিতা শুধু তোমায় জানতে...
সপ্তর্ষিমন্ডলের দলিল হয়ে রেখেছো কি রহস্যে?
সেই ২১শে মার্চ সারা বিশ্বজুড়ে...
১৯৯৯ সালের সময়ের রঙিন ইতিহাসে,
কবিতা তোমার রসের মাধুর্য্যে...
ছড়িয়ে পড়েছে বিশ্ব কবিতা দিবস বিশ্ব দ্বারে।
নানান ভাষাভাষী রং বাহারীতে...
কবিতা তোমার মনের ভাবনা ফোঁটাও,
কলমের কালির বিন্দু ফোঁটার শ্রেষ্ঠত্বের মানবধর্মে।
বিশ্ব কবি লিখে গেছে তাই,
কত কবিতা,গান,গল্প গূঢ় ভাবনার মনের সরসে।
তুমি দয়ার সাগর বিদ্যাসাগর.....
তোমার কলমের কালির বিন্দু ফোঁটা শুরু হয় বর্ণপরিয়ে।
ওই প্রতিবাদের রুদ্রবীণায় গর্জে উঠেছে,
হে বিদ্রোহী কবি তোমার মনের কৈফিয়ৎ।
প্রকৃতির কত শিল্পকলা বেজে উঠেছে...
জীবনানন্দের বনমালীর রূপ সৌন্দর্য্যের কবিতার পুঙক্তিতে।
কবিতা তুমি কি মনের আবেগে....
ডানা মেলে উড়িয়ে নিয়ে যাও,
তোমার অন্তবিহীন অচিনপুরে?
কবিতা তুমি মনের আবেগে...
ওই নদীর কুলু কুলু ধ্বনি কি শুনতে পেলে?
বনানীর ওই ফুল পরিরা সেজে...
ডাকছে আজও কত কবিতার রং মশালে।
কলম যেদিন থমকে যাবে...
মনের কোরাসে ভাবনার কবিতা অন্ধ হবে।
কবিতা তুমি আবেগ দিয়ে....
ওই মরচে পড়া মনের দুয়ার
সারিয়ে তুলবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct