সেখ রিয়াজুদ্দিন,বীরভূম,আপনজন: দীর্ঘ পথ পাড়ি দিতে অনেক সময় ক্লান্ত হয়ে ওঠে কিম্বা রাত্রে লাইটের আলো সহ বিভিন্ন কারণে দেখা দিতে পারে ঘুম, সেই থেকে একটু সতর্ক বা বিশ্রাম না নিলে ঘটতে পারে বড়সড় পথ দূর্ঘটনা। পথ দুর্ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালনের মাধ্যমে দেওয়া হয় জনসচেতনতার বার্তা। অনুরূপ ভাবে জাতীয় সড়কের উপর দূর্ঘটনা এড়াতে বা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রাফিক পুলিশের ভূমিকা লক্ষনীয়।চলতি গাড়ি থামিয়ে চালকদের একটু বিশ্রাম বা ক্লান্তি দূর করতে দেওয়া হচ্ছে গরম চা, বিস্কুট ও পানীয় জলের বোতল। গতকাল রাত্রি ২ টা নাগাদ থেকে দুবরাজপুর থানার সাতকেন্দুরী মোড় এবং ইলামবাজার থানার ব্রীজ গোড়া মোড়ে ক্যাম্প করে দেওয়া হয় পরিষেবা। জানা যায় বীরভূম জেলার ন্যাশনাল হাইওয়ে সিউড়ি থেকে ইলামবাজার থানা এলাকার দায়িত্বে থাকা ওসি ট্রাফিক, ট্রাফিক গার্ডদের উদ্যোগে এই আয়োজন। শিবিরে উপস্থিত ছিলেন উক্ত এরিয়ার ট্রাফিক ওসি প্রশান্ত শিকদার। প্রথম দিকে পুলিশের গাড়ি আটকাতে চালকরা স্তম্ভিত হয়ে যায়, পরক্ষণেই পুলিশের আপ্যায়নে এবং দূর্ঘটনা এড়াতে যে পদক্ষেপ তার জন্য চালকরা পুলিশের কাজে ভূয়সী প্রসংশা করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct