আপনজন ডেস্ক: বিশ্রাম কাটিয়ে আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। এ মাসের শেষ সপ্তাহে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে খেলার কথা তাঁর। ২৫ মার্চ ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জিন্টনা। ২৯ মার্চ পরের ম্যাচটি ইকুয়েডরের মাঠে। মেসির ফেরাটা অবশ্য বড় খবর নয়। বিশ্রাম শেষ করে তাঁর ফেরারই কথা। লিওনেল স্কালোনির ঘোষণা করা চূড়ান্ত দলে বিস্ময় হয়ে এসেছে ১৮ বছরের নিচে সাত খেলোয়াড়ের ডাক পাওয়া। সাতজনই ইউরোপের বড় বড় ক্লাবের একাডেমি দলে খেলছেন। আতলেতিকো মাদ্রিদ থেকে দুই বছর আগে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানো আলেহান্দ্রো গারনাচো অনেক দিন ধরেই আলোচনায় আছেন। বিশেষ করে যুব এফএ কাপে এভারটনের বিপক্ষে তাঁর একক নৈপুণ্যের একটি গোল নিয়ে বেশি কথা হচ্ছে। আর্জেন্টাইন মা–বাবার সন্তান গারনাচোর জন্ম স্পেনে। ১৭ বছরের উইঙ্গারের এ দুই ম্যাচের কোনোটিতে অভিষেক হয়ে যেতে পারে। দুর্দান্ত প্রতিভাবান এই উইঙ্গারকে ভবিষ্যতে স্পেন যেন না পায়, এ কারণেই তাঁকে খেলাতে পারে আর্জেন্টিনা। এমন আছেন আরও দুজন—রিয়াল মাদ্রিদের যুব দলে খেলা স্পেনে জন্ম নেওয়া নিকোলাস পাজ ও মেক্সিকোতে জন্ম নেওয়া লাৎসিওর আক্রমণাত্মক মিডফিল্ডার লুকা রোমেরো। রিয়ালের বয়সভিত্তিক দলে খেলা মিডফিল্ডার পাজের বয়স ১৭ বছর। লাৎসিওর মিডফিল্ডার রোমেরোর বয়সও ১৭ বছর। ২০২০ সালে মাত্র ১৫ বছর বয়সে লা লিগায় অভিষেক হয়েছিল রোমেরোর। রিয়াল মাদ্রিদের বিপক্ষে মায়োর্কার হয়ে নেমে লা লিগার কনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েছিলেন ‘মেক্সিকান মেসি’। এ ছাড়া দলে ডাক পেয়েছেন ভিয়ারিয়ালের ১৮ বছর বয়সী মিডফিল্ডার তিয়াগো গেরালনিক। আছেন ইন্টার মিলানে খেলা দুই সহোদর ফ্রাঙ্কো ও ভালেন্তিন কারবোনি। ফ্রাঙ্কোর বয়স ১৭ বছর, ভালেন্তিনের ১৮। স্কালোনির দলে ১৮ বছরের নিচে ডাক পাওয়া আরেক তরুণ জুভেন্টাসের মাতিয়াস সুলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct