আপনজন ডেস্ক: অবশেষে ২০২২-এ এশিয়া কাপের আয়োজনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। তবে পাকিস্তানে নয়, টুর্নামেন্টটি হবে শ্রীলঙ্কায়। শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সদস্যদের বার্ষিক সাধারণ সভার পর সিদ্ধান্ত, এবারের এশিয়া কাপ হবে এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে। ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে হবে টুর্নামেন্টটি। ৬ দলের টুর্নামেন্টটি হবে টি-টোয়েন্টি সংস্করণের। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান—এশিয়ার পূর্ণ সদস্য পাঁচ দলই খেলবে, এদের সঙ্গে যোগ হবে বাছাইপর্ব খেলে আসা এশিয়ান আরেকটি দল। বাছাইপর্ব শুরু হবে ২০ আগস্ট। এসিসির ২০২০ আঞ্চলিক টুর্নামেন্টগুলোতে নিজেদের অঞ্চলে প্রথম ও দ্বিতীয় হওয়া চার দল, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর আর হংকং খেলবে বাছাইপর্বে।
বিশ্বকাপ কোন সংস্করণের, সেটির ওপর নির্ভর করে গত কয়েক বছরে এশিয়া কাপের সংস্করণ ঠিক করা হয়। অবশ্য এখন পর্যন্ত টি-টোয়েন্টি সংস্করণে আয়োজন হয়েছে একবারই, ২০১৬ সালে। সেবার ভারত জিতেছিল টুর্নামেন্টটি। এবার অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, তাই এশিয়া কাপও দেখবে দ্বিতীয় টি-টোয়েন্টি সংস্করণের আয়োজন। ২০১৮ এশিয়া কাপ হয়েছিল ওয়ানডে সংস্করণে, তাতেও জিতেছে ভারত। রপর ২০২০ সংস্করণ থেকেই করোনার বাধা। সেবার শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি। করোনার কারণে প্রথমে সেটিকে ২০২১-এ নেওয়া হয়। কিন্তু পাকিস্তানও সেটি আয়োজনের ইচ্ছা জানায়, কিন্তু কূটনৈতিক জটিলতায় পাকিস্তানে গিয়ে খেলা ভারতের পক্ষে সম্ভব নয় বলে তা নিয়ে ভারত আপত্তি জানায়। শ্রীলঙ্কায় তখন করোনা মাথাচাড়া দিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ আর আইপিএলের আয়োজনের মধ্যে সময়ের অভাবও ছিল। সে কারণে ২০২২ সালে পিছিয়ে আনা হয় টুর্নামেন্ট। তবে ২০২২-এ এশিয়া কাপ আয়োজনের স্বত্ত্ব পাকিস্তানের থাকলেও তাদের ২০২৩ এশিয়া কাপ আয়োজনের অধিকার দেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। ১৯৮৪ সালে শারজায় শুরু এশিয়া কাপের ১৫তম সংস্করণ এবার। সবচেয়ে বেশিবার শিরোপাটা জিতেছে ভারত, ৭ বার। শ্রীলঙ্কা জিতেছে ৫ বার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct