আপনজন ডেস্ক: ইউক্রেনে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রোমানিয়া সীমান্তবর্তী পশ্চিম ইউক্রেনের একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের গুদামে শুক্রবার এই হামলা চালানো হয়েছে বলে রাশিয়া জানিয়েছে। বিশ্বে এটাই প্রথম এ ধরনের ক্ষেপণাস্ত্রের ব্যবহার বলে বিশ্লেষকেরা জানিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ শনিবার ইউক্রেনের ইভানকো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের দেলিয়াতিন গ্রামে কিনঝাল ক্ষেপণাস্ত্র হামলার কথা জানায়। তাদের ভাষ্য অনুযায়ী, ওই গুদামে ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধিবমানের গোলাবারুদ সংরক্ষণ করে রাখা হয়েছিল। সেগুলো ধ্বংস হয়েছে। তবে এ বিষয়ে ইউক্রেন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct