আপনজন ডেস্ক: মস্কোকে অবিলম্বে অর্থবহ শান্তি ও নিরাপত্তা আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, অন্যথায় মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে, যা কাটিয়ে ওঠা সম্ভব হবে না। শনিবার বিবিসি জানায়, পুতিনকে উদ্দেশ্য করে জেলেনস্কি বলছেন, আগ্রাসন চালিয়ে রাশিয়ার করা ‘ভুলের’ ক্ষয়ক্ষতি সীমিত রাখার এটাই একমাত্র সুযোগ। শুক্রবার দিবাগত রাতে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ‘নিজেদের ভুলের ক্ষয়ক্ষতি কমানোর জন্য রাশিয়ার কাছে এটাই একমাত্র সুযোগ’। তিনি বলেন, ‘এটাই সাক্ষাতের সময়, আলোচনার সময়, এটাই ইউক্রেনের ন্যায়বিচার ও আঞ্চলিক অখণ্ডতা পুনর্বহালের সময়। অন্যথায় রাশিয়ার এমন ক্ষয়ক্ষতি হবে, তা কাটিয়ে উঠতে আপনাদের কয়েক প্রজন্মের প্রয়োজন পড়বে।
ক্রিমিয়া দখলের আট বছর পূর্তি উপলক্ষে মস্কোয় আয়োজিত বিশাল র্যালির প্রতি ইঙ্গিত করে জেলেনস্কি বলেন, ‘ক্রিমিয়া দখলের বার্ষিকী সংশ্লিষ্ট অনেক কথাই আজ মস্কোতে শোনা গেছে।’ ওই র্যালিতে সশরীরে উপস্থিত থেকে ভাষণ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘বড় র্যালি হয়েছে। আর আমি একটা বিষয়ের প্রতি বিস্তারিত দৃষ্টিপাত করতে চাই। রাশিয়ার রাজধানীতে আয়োজিত মিছিলে দুই লাখ মানুষ জড়ো হয়েছে বলে জানা যাচ্ছে- এক লাখ রাজপথে আর প্রায় ৯৫ হাজা স্টেডিয়ামে। আনুমানিক একই পরিমাণ সেনা ইউক্রেনে আগ্রাসনে যুক্ত।’
রুশ নাগরিকদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘কেবল কল্পনা করুন মস্কোর স্টেডিয়ামে পড়ে আছে ১৪ হাজার মৃতদেহ এবং হাজার হাজার আহত ও অঙ্গহানির শিকার হওয়া মানুষ। এই আগ্রাসনে ইতোমধ্যেই রাশিয়ার বহু হতাহত হয়েছে।’ জেলেনস্কি বলেন, ‘এটাই যুদ্ধের মূল্য। তিন সপ্তাহের সামান্য কিছু বেশি সময়ে। এই যুদ্ধ অবশ্যই থামাতে হবে।’ ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সর্বশেষ দাবি অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর ১৪ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct