জয়প্রকাশ কুইরি,পুরুলিয়া,আপনজন: ঝালদায় কংগ্রেস কাউন্সিলার খুনে সমবেদনা জানাতে শনিবার পরিবারের কাছে এলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সম্প্রতি দিন কয়েক আগে দুস্কৃতির গুলিতে নিহত হন ঝালদা পৌর সভার ২ নং ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। পরিবারের সাথে কথা বলে সুজনবাবু জানান তপনবাবু কে যেভাবে খুন করা হয়েছে তা শুধু নৃশংসতায় নয় এটা পুলিশ ও ক্রিমিনাল এর সাথে তৃণমূলের যে যোগাযোগ রয়েছে তার মুখ্য প্রমান। ক্ষমতা দখলের জন্য তৃণমূল খুন করেছে তপনবাবুকে। রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন তপনবাবু। আইসি বারবার ফোন করে ওই পরিবারকে তৃণমূলে যোগ দেওয়ার কথা বলেছেন। এটা কখনই সীট এর তদন্ত যোগ্য নয়। যে পুলিশ অভিযুক্ত সেই পুলিশের বিরুদ্ধে তদন্ত করবে পুলিশ এটা কখনই হতে পারে না। আইসি এখনও বহাল তবিয়তে কর্মরত। পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। আইসি কে গ্রেপ্তার করা হল না এখনও। কোর্টের মনিটারিং এ সিবিআই তদন্ত চাই অপরাধী যারা খুন করেছে তার চেয়ে অপরাধী আইসি তারও চেয়ে বড় অপরাধী যারা তৃনমুলের হয়ে বোর্ড জেতার জন্য খুন করার পরিকল্পনা করেছে তারা। পরিবারের পাশে আমরা আছি। এদিন সুজন বাবু সাথে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত সহ অন্যানোরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct