আপনজন ডেস্ক: এমন কিছু বিষয় আছে যা বলার ফলে আপনার সঙ্গীর মন খারাপ বা রাগ হতে পারে। এমন হলে সে বিষয়গুলো এড়িয়ে চলুন। পরিস্থিতি বুঝে সঙ্গীর কাছে বেশকিছু বিষয় গোপন রাখুন। সবার সব কিছু পছন্দ হবে বিষয়টি এমন না। সবার মধ্যে দোষ-গুণ আছে। আপনি যদি আপনার সঙ্গীর সামনে তার পরিবারের সমালোচনা করেন তাহলে তা এ থেকে তার মন খারাপ হবে সেটাই স্বাভাবিক। এমনকি এ থেকে অনেক সময় ক্রোধের সৃষ্টি হতে পারে। তবে সমস্যা যদি জটিল রুপ ধারণ করে তাহলে আপনার সঙ্গীকে বুঝিয়ে বলুন বিষয়টা যেনো একটা সমাধানে আসা সম্ভব হয়। আপনার আগে যে রিলেশন ছিলো চেষ্টা করুন সে বিষয়গুলো সঙ্গীর সামনে তুলে না ধরতে। কারণে এখান থেকে অনেক কলহ-বিবাদের জন্ম নিতে পারে বা আপনার সঙ্গী আপনার এক্সের সাথে নিজের তুলনা করতে পারে এবং এ থেকে মনের মধ্যে অনিরাপত্তাবোধ জন্ম নিতে পারে। কেউ কারো জায়গা থেকে পরিপূর্ণ সুখি না। নিজের এই না পাওয়া নিয়ে যে ক্ষোভ তা সঙ্গীর ওপর চাপিয়ে দেবেন না। সব সময় সমালোচনা করা থেকে বিরত থাকুন। নিজে কোন কিছু নিয়ে সমস্যায় থাকলে সমস্যার কারণ খুঁজে বের করুন। নিজেরা আলোচনা করে টাকা খরচ করুন, যেকোন বিষয়ে বাজেট করুন তবে এই টাকা যেনো দুজনের মধ্যে ঝগড়ার কারণ না হয় তা খেয়াল রাখুন। এই টাকার কারণে অনেকের সম্পর্কে চিড় ধরে। অনেক সময় দেখা যায় অনেক টাকা সত্ত্বেও সেখানে কোন শান্তি নেই। এজন্য টাকা যেনো দুজনের মধ্যে খুব বড় ইস্যু তৈরি করতে না পারে সেদিকে খেয়াল রাখুন। আমাদের আত্মীয়-স্বজন ও কাছের বন্ধুরা অনেক সময় আমাদের সম্পর্ক নিয়ে বিচার করে। আপনি এ বিষয় পরিবর্তন করতে পারবেন না। তবে একটা কাজ করতে পারেন তা হলো নিজেদের মধ্যে এ বিষয় নিয়ে আলোচনা করা বাদ দিন। অন্যরা আপনাদের সম্পর্কে কী ভাবছে বা কী বলছে সে বিষয় এড়িয়ে চলুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct