আপনজন ডেস্ক: যুদ্ধে ইউক্রেন বাহিনীর প্রত্যাঘাতে নিহত হয়েছেন প্রায় ৭ হাজার রুশ সেনা। গুরুতর আহতের সংখ্যা প্রায় ১৪ হাজার। এমনটা জানিয়েছে আমেরিকায় গোয়েন্দা সূত্র।কিয়েভসহ প্রতিটি গুরুত্বপূর্ণ শহর রক্ষা করার জন্য সংখ্যা ও সমর-সম্ভারে প্রবলতর প্রতিপক্ষ রাশিয়ার বিরুদ্ধে মরণপণ প্রতিরোধ গড়ে তুলেছে ভলোদিমির জেলেনস্কির বাহিনী। গত ২ মার্চ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছিলেন, তার ফৌজ ছয় দিনের যুদ্ধে ৬ হাজার রুশ সেনাকে মেরে ফেলেছে। কিন্তু আমেরিকা সেই দাবির সমর্থনে কোনো বক্তব্য মেলেনি। কিয়েভকে তিন দিক থেকে ঘিরে ফেলে ঢোকার চেষ্টা করছে রুশ সেনারা। কিন্তু জায়গায় জায়গায় যেভাবে ইউক্রেনীয় সেনা এবং সাধারণ নাগরিকের যৌথবাহিনী নিরাপত্তার বলয় তৈরি করেছে তাতে রাজধানী শহরের ভিতরে ঢুকতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে রুশ সেনাদের। এরই মধ্যে হেগস্থিত আন্তর্জাতিক আদালত অবিলম্বে ইউক্রেনে সেনা অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct