রাজু আনসারী,অরঙ্গাবাদ,আপনজন : কর্ণাটক হাইকোর্ট মুসলিম ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে হিজাব নিষেধাজ্ঞা করায় মুর্শিদাবাদের জঙ্গীপুরে হিজাবের পক্ষে গর্জে উঠলো মুসলিম মহিলারা । বৃহস্পতিবার শয়ে শয়ে মুসলিম ছাত্রী সহ নারীরা প্রতিবাদে রাস্তায় নামে। তারা শ্লোগান দেন হিজাব আমাদের ধর্মীয় অধিকার, হিজাব আমাদের গর্ব আমাদের অধিকার। হিজাব নারীদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করে। বিজেপি সরকারের প্রতি ধিক্কার জানিয়ে বলেন, একের পর এক মুসলিমদের বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করছে সরকার। কখনো লাভ জিহাদের নামে কখনো চুরির অপবাদে মুসলিম যুবকদের পিটিয়ে খুন তো আবার কখনো তালাক কখনো আযান তো কখনো হিজাব নিয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। তারই প্রতিবাদে হিজাব কাণ্ডের প্রতিবাদের রেশ এবার আছরে পড়লো মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ শহরে।এই দিনের প্রতিবাদ থেকে মহিলারা বলেন ইসলাম ধর্মের মৌলিক অধিকার হিজাব পরিধান। সেই হিজাব পরিধানে নিষেধাজ্ঞা জারি করেছে কর্নাটকের হাইকোর্ট।
জঙ্গিপুর থেকে পদযাত্রা করে রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে সভার সমাপ্তি হয় ।আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ন্যাশনাল ওমেন্স ফ্রন্টের অন্যতম নেত্রী আলিয়া পারভীন, ন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ারের দায়িত্বশীল মাসুদ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন তুহিনা পারভিন, রেহেনা খাতুন,নিশাত জাহান সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct