আপনজন ডেস্ক: গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসনের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ বৃহস্পতিবার পর্যন্ত টানা ২২ দিনের মতো দেশ দুইটির মধ্যে চলছে তুমুল লড়াই। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার অন্তত ১৪ হাজার সেনা নিহত হয়েছে। উক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন বাহিনীর হামলায় রাশিয়ার ৪৪৪টি ট্যাঙ্ক, এক হাজার ৪৩৫টি সাঁজোয়া যান, ৮৬টি বিমান, ১০৮টি হেলিকপ্টার, ১১টি ড্রোন এবং ৩টি জাহাজ ধ্বংস হয়েছে। এতে বলা হয়েছে, এই পরিসংখ্যান আনুমানিক এবং উচ্চ মাত্রার লড়াইয়ের কারণে যাচাইকরণ ছিল ‘জটিল’। অন্যদিকে গত ২ মার্চ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে তাদের ৪৯৮ জন সেনা নিহত হয়েছে। দুই পক্ষের এই হতাহতের পরিসংখ্যানের দাবি নিরপক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct