অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: খুব শীঘ্রই নবদ্বীপ থেকে মালদা পর্যন্ত চলা ট্রেনটি বালুরঘাট থেকে চলবে।এর ফলে আরো একটি ট্রেন পেতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলা জেলাবাসী।বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় এই নতুন ট্রেনটি চলার বিষয়ে জানান বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। এর ফলে স্বভাবতই খুশি হওয়া জেলা জুড়ে। ভিডিওবার্তায় বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার জানান, গত জানুয়ারি মাসে নবদ্বীপ থেকে মালদা পর্যন্ত যে ট্রেনটি চলে সেটি বালুরঘাট পর্যন্ত এক্সটেন্ড করার জন্য আমি ইস্টার্ন রেলের জিএম এবং নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের জিএম এর কাছে অনুরোধ করেছিলাম। উনারা জানিয়েছেন, এই প্রস্তাবটি তাদের তরফে রেল বোর্ডে পাঠানো হয়েছে। এই প্রপোজাল টি রেল বোর্ড থেকে অ্যাপ্রভাল হয়ে গেলেই এক্সটেনশন এর কাজ শুরু হয়ে যাবে। এটি শুধুমাত্র সময়ের অপেক্ষা। খুব তাড়াতাড়ি আশা করছি বালুরঘাটবাসী তথা জেলাবাসী আরেকটি ট্রেন পেতে চলেছেন। এতদিন এই ট্রেনটি আমাদের এখান থেকে চলতো না। এর ফলে নবদ্বীপ যাওয়ার খুব সুবিধা হবে। পাশাপাশি আজ এই বিষয় নিয়ে আমার রেলমন্ত্রীর সাথে কথা হয়েছে। উনি ও আশ্বাস দিয়েছেন। আশা করি খুব দ্রুতই ট্রেন টি চালু হয়ে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct