কুতুব উদ্দিন মোল্লা,বাসন্তী,আপনজন: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকাতে হোলি ও দোল উৎসবের আগেই এলাকায় অশান্তি রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করল বাসন্তী থানার পুলিশ। বুধবার থানার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। তল্লাশি অভিযানে সাফল্য আসে। এলাকা থেকে বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করে। এছাড়াও বিভিন্ন মদের ঠেকে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দুই ব্যক্তি কে গ্রেপ্তার করা হয়।পাশাপাশি সৌমিত্র কয়াল নামে এক ব্যক্তি প্রচুর পরিমাণে মদ অসাধু ব্যবসার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। অটো সমেত গ্রেপ্তার করা হয় তাকে। দেশজ মদের বোতল বাজেয়াপ্ত করে পুলিশ।অন্যদিকে থানা এলাকার পূর্ব বয়ার সিং থেকে প্রতাপ বর নামে এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। যার ঠেক থেকে প্রায় ১০ লিটার দেশজ মদ উদ্ধার হয়। তল্লাশি অভিযানের পাশাপাশি গোপন সূত্রে খবর পেয়ে কেস্ট বাবুর চক থেকে সাবির পাইক নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে বাসন্তী থানার পুলিশ। ধৃতের কাছ থেকে একটি দেশজ আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে এই সাবির পাইক বাসন্তী এলাকার এক কুখ্যাত দুষ্কৃতী যে বহু অপরাধ মূলক কাজ কর্মের সাথে জড়িত। দীর্ঘ চার বছর জেলে থাকার পর কিছুদিন আগেই ছাড়া পেয়ে এলাকায় আসে এবং আবার অপকর্মের সাথে জড়িয়ে পড়ে। শান্তি বজায় রাখতে বাসন্তী ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct