আপনজন ডেস্ক: সিপিএমের রাজ্য সম্পাদক হলেন মুহাম্মদ সেলিম, বিগত ৫০ বছরে এই প্রথম কোনো মুসলিম বাম শীর্ষ পদে। এ রাজ্যে সিপিএমের নতুন রাজ্য সম্পাদক হলেন প্রাক্তন সংসদ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে পলিটব্যুরো সদস্য মুহাম্মদ সেলিম। এর ফলে সিপিএমের রাজ্য সম্পাদক হিসেবে গত ৫০ বছরের মধ্যে প্রথম কোনো মুসলিম নির্বাচিত হলেন। একসময় মুজাফফর আহমেদ সিপিএমের সম্পাদক হয়েছিলেন। দীর্ঘদিনের বাম শাসনে যখন মুসলিম ভোট বামেদের পক্ষে ছিল তখন রাজ্য কমিটিতে সংখ্যালঘুরা ব্রাত্য হলেও এখন মুসলিম ভোট যখন তলানিতে তখন উদার পন্থী হিসেবে সংখ্যালঘু সম্পাদক করল সিপিএম। মুহাম্মদ সেলিম সাংসদ থাকাকালীন যেমন সংসদে তেুখোড় বক্তৃতা রেখেছেন তেমিন তিনি উর্দু-ইংরেজিতেও চোস্ত।
সিপিএমের নতুন যে রাজ্য কমিটি গঠিত হয়েছে তাতে বাদ পড়েছেন সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, গৌতম দেবের মতো হেভিওয়েট নেতারাও। আর স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন বিমান বসু। কমিটিতে নতুন মুখ হিসেবে তরুণরা প্রাধান্য পেলেন। রাজ্য কমিটিতে স্থান পেলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, শতরূপ ঘোষ, ময়ূখ বিশ্বাস, আত্রেয়ী গুহ, পার্থ মুখোপাধ্যায়, সুদীপ সেনগুপ্তরা। সিপিএম পলিটবুরো জানিয়ে দিয়েছিল আর ৮০ বছর নয় রাজ্য কমিটিতে ৭৫ বছর বয়সের বেশি কেউ স্থান পাবে না। রাজ্য কমিটি তা কমিয়ে ৬২ করায় বহু প্রবীণ সিপিএম নেতাই রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন। তবে পুনরায় সিপিএমের রাজ্য কমিটিতে স্থান পেয়েছেন গড়বেতার কঙ্কাল কাণ্ড খ্যাত সুশান্ত ঘোষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct