সেক আনোয়ার হোসেন,হলদিয়া,আপনজন: কেন্দ্রীয় সরকারের ঘোষিত ইপিএফ এর সুদের হার কমানো প্রতিবাদে তমলুক সাংগঠনিক বিভাগের আইএনটিটিইউসির সভাপতি শিবনাথ সরকারের আহ্বানে হলদিয়া শিল্পাঞ্চল জুড়ে প্রতীক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আইএনটিটিইউসি জানিয়েছে, রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে বিভিন্ন কারখানার গেটের সামনে এই প্রতিবাদ সভায় শ্রমিকরাসামিল হয়। তমলুক সাংগঠনিক সভাপতি শিবনাথ সরকার বলেন, কেন্দ্রীয় সরকারের অমানবিক ইপিএফ এর সুদের হার ৮.৫ থেকে কমিয়ে ৮.১ করেছে। এই ঘোষিত নীতি প্রত্যাহারের দাবি জানান তিনি। তবে, এই আন্দোলনকে কটাক্ষ করতে ছাড়েননি হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। তিনি বলেন, তৃণমূল নিজেদের দোষ ঢাকতে এই সব করছে,বিশেষত তৃণমূল কি করছে আমরা গুরুত্ব দিতে নারাজ। মানুষ কাদের সঙ্গে আছে সেটা দেখতে হবে। এই সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি শিবনাথ সরকার, সুমন কল্যাণ মিশ্র সেক, মুস্তাক আলী, সেক নুরহোসেন, সুদীপ ভক্তা, চন্দন মন্ডল সহ অনেকেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct