অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত বেশ কয়েকটি বিদ্যালয়ে পরিদর্শনে যান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দাওয়া শেরপা, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অরূপ চক্রবর্তী, গঙ্গারামপুর ব্লক মাইনোরিটি দপ্তরের তরফের রবিউল ইসলাম প্রমুখরা। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির উন্নয়নকল্পে অর্থ বরাদ্দ করেছে মাইনোরিটি দপ্তর। মাইনোরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন দপ্তরের তরফে দক্ষিণ দিনাজপুর জেলার ছয় টি ব্লকের বিদ্যালয় শিক্ষা উন্নয়নে প্রায় ২ কোটি ৪ লক্ষ ১৬ হাজার ২৮৯ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি জেলার কুমারগঞ্জ ব্লকের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। জেলার তপন ব্লক এর জন্য ১৪ লক্ষ ২৪ হাজার, কুমারগঞ্জ ব্লকের জন্য ৬০ লক্ষ ৬৪ হাজার, কুশমন্ডি ব্লক এর জন্য ৪৭ লক্ষ ৮৪ হাজার, বংশীহারী ব্লকের জন্য ৭০ লক্ষ ৫০ হাজার এবং হরিরামপুর ব্লক এর জন্য ২২ লক্ষ ৪৭ হাজার এর কিছু বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে।জেলা মাদ্রাসা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই অর্থমূল্য দিয়ে বিভিন্ন বিদ্যালয়গুলির শ্রেণীকক্ষ নির্মাণ, শৌচালয় নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা সহ নানা উন্নয়নমূলক কাজ চলছে। জানা গিয়েছে, এদিন প্রথমে গঙ্গারামপুর উত্তর চক্রের অন্তর্গত বড়ম গোকুলপুর জুনিয়র হাইস্কুলে পরিদর্শনে যান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। সেখানে মাইনোরিটি দপ্তরের তরফে নবনির্মিত শৌচালয়ের কাজের অগ্রগতি ক্ষতিয়ে দেখেন তিনি।
এবিষয়ে গঙ্গারামপুর ব্লকের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অরূপ চক্রবর্তী জানান, মাইনোরিটি দপ্তরের তরফে বিদ্যালয় সহ বেশকিছু দপ্তরের বিভিন্ন নির্মীয়মান কাজের গতি প্রকৃতির খোঁজ নিতেই আজ আমরা পরিদর্শনে গিয়ে ছিলাম।বেশ কিছু জায়গায় নির্মাণকার্য প্রায় শেষের দিকে। কোথাও কোথাও নির্মাণকার্য চলছে। দ্রুত নির্মাণকার্য সম্পন্ন করার বিষয়ে বলা হয়েছে। অন্যদিকে, এবিষয়ে বড়ম গোকুলপুর জুনিয়র হাইস্কুলের শিক্ষক প্রদীপ কুমার দাশ জানান, বিদ্যালয়ের নবনির্মিত শৌচালয় এর কাজের গতি প্রকৃতি খতিয়ে দেখতে গঙ্গারামপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিদ্যালয়ে পরিদর্শনে এসেছিলেন। তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখেন। পাশাপাশি বিদ্যালয়ের চারটি ক্লাসের জন্য রয়েছে মাত্র তিনটি শ্রেণী কক্ষ। এই সমস্যার কথা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কাছে তুলে ধরা হয়েছে। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সেই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct