কুতুব উদ্দিন মোল্লা,ক্যানিং,আপনজন: পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে সোমবার তিন জন ছাত্রী তাদেরকে নিয়ে আসা হয়েছিল ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য।কয়েক ঘন্টা পরীক্ষা চলার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়ে তিন ছাত্রী। ক্যানিংয়ের দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়ের ছাত্রী শ্রাবন্তী দাস। তার পরীক্ষা কেন্দ্র ছিল তালদির সুরবালা উচ্চমাধ্যমিক বিদ্যালয়।অন্যদিকে ট্যাংরাখালি পরশুরাম যামিনীপ্রাণ হাইস্কুলের ছাত্রী সুদীপ্তা নস্কর,তার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র ছিল তালদি মোহনচাঁদ হাইস্কুল। আবার ক্যানিংয়ের রায়বাঘিনী হাইস্কুলের দীপিকা নস্করের পরীক্ষা কেন্দ্র ছিল ট্যাংরাখালি পরশুরাম যামিনীপ্রাণ হাইস্কুল।পরীক্ষা চলাকালীন আচমকা তিন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা পর্ষদের কর্মীরা তড়িঘড়ি ওই তিন ছাত্রীকে উদ্ধার করে যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা পর্ষদের এককর্মী মানস পানিগ্রাহী জানিয়েছেন ’অসুস্থ ছাত্রীদের কে প্রথমে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাই। সেখানে সুদীপ্তা নস্কর ও দিপীকা নস্কর নামে দুই ছাত্রী পরীক্ষা দেওয়ার আর্জি জানালে তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। আগাম পরীক্ষার প্রশ্নপত্র ও খাতা সাথে ছিল যাতে সময় নষ্ট না হয়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct