জয়প্রকাশ কুইরি,পুরুলিয়া,আপনজন: অন্যদিকে মোড় নিল ঝালদার কংগ্রেস কাউন্সিলর তাপন কান্দু হত্যার রহস্য। পুলিশের তদন্ত ও তৃণমূলের দাবি উপেক্ষা করে কংগ্রেস জানিয়ে দিল আদালতে যাচ্ছে ও সিবিআই দাবি করবে। মঙ্গলবার ঝালদায় দাঁড়িয়ে এ কথা বলেন রাজ্য কংগ্রেসের অন্যতম নেতা আব্দুল মান্নান। এদিন ঝালদা শহরে এসে প্রথমে কংগ্রেস কার্য্যালয়ে যান আব্দুল বাবু। পরে সেখান থেকে নেপাল মাহাতো এবং দলীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি যান মৃত কাউন্সিলর তপন কান্দুর বাড়িতে। সেখানে মৃত তপন কান্দুর প্রতিকৃতিতে মাল্যদান করার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন পুলিশের তদন্তে তাদের কোনো রকম আস্থা নেই।
কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি নেপাল মাহাতো বলেন তপন কান্দু কাউন্সিলর হওয়ার পরেই তাকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দিয়েছিল ঝালদা থানার আইসি ফলে পুলিশ যদি তৃণমূলের পক্ষে কাজ করে তার তদন্তে ভরসা করা যাবে কি করে ? তিনি পরিষ্কার বলেন পুর নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস ৫ টি করে আসন পেয়েছিল দুটি আসন পেয়েছিল নির্দলরা তার ফলে বোর্ড গঠন করতে গেলে তৃণমূল ও কংগ্রেস সমান থাকতো। আর দুই জন নির্দল কাউন্সিলরের মধ্যে একজন কংগ্রেস কে সমর্থন করবে তাও নিশ্চিত হয়েছিল।
এই অবস্থায় তপন কান্দু কে হত্যা করে তারা চেষ্টা করলো নিজেদের সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আসতে। হত্যার রাজনীতি করে বোর্ড গঠন করার এই চেষ্টা নক্কারজনক। তাই এই তৃণমূল ও পুলিশের উপর তাদের ভরসা নেই। তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু পরিষ্কার অভিযোগ করে বলেন তৃণমূলের আঙ্গুলি হেলনেই তার স্বামীর মৃত্যু হয়। অন্যদিকে খুনের ঘটনার ৪৮ ঘন্টা পরেও কেন খুনিদের সম্পর্কে কোন তথ্য পেল না পুলিশ সে প্রশ্নও উঠেছে। ঝালদায় সবমিলিয়ে একটি রণংদেহী পরিস্তিতি তৈরী করেছে কংগ্রেস। তৃণমূল কংগ্রেস যদিও দাবী করেছে এই খুনের সঙ্গে তারা কোনো ভাবেই দায়ী নয়। তার কারণ তাদের পরিষ্কার সংখ্যা গরিষ্টতা রয়েছে ঝালদা পুরসভায়। তাছাড়া তৃণমূল কখনই পিছনের দরজা দিয়ে ক্ষমতা হস্তক্ষেপ করে না। কংগ্রেস পরিষ্কার ভাবে বলেছে ঘটনার জন্য দায়ী তৃণমূল ও পুলিশ উভয়য়েই। নেপাল মাহাতো কলকাতা গেলেই বিষয়টির চূড়ান্ত রূপরেখা তৈরী করবে কংগ্রেস এবং আব্দুল মান্নানের দাবি নেপাল মাহাতো কলকাতা পৌঁছালেই কংগ্রেস পদক্ষেপ নেওয়া শুরু করবে ও এই ঘটনার সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct