একরামুল বাগানী,সোনারপুর,আপনজন: পুরো রাজ্যজুড়ে ১০৮ টি পৌরসভার সিংহভাগ পৌরসভায় জয়লাভ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। একে একে পৌরসভা গুলির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নাম ও ঘোষণা হচ্ছে। একাধিক নতুন মুখকে সামনে আনা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিধানসভা ভোট থেকে পৌরসভা ভোট প্রত্যেকটা ক্ষেত্রে সংখ্যালঘু ভোটের প্রায় ৯৫ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেসের ঝুলিতে পড়েছে, কিন্তু সেই অর্থে নেতৃত্তের জায়গায় সংখ্যালঘুদের প্রতি বঞ্চনার একটা অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এর উপর। উদ্দেশ্য বিজেপিকে খুশি করা নাকি যোগ্য মুখ খুঁজে না পাওয়া, প্রশ্ন ছুড়ে দিয়েছে সংখ্যালঘু সমাজের একটা বৃহৎ অংশ।
এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর প্রথম দিনের সঙ্গী রাজপুর সোনারপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলার মোফারজাল হোসেন ভুলুর প্রতি আস্থা রেখে তাকে রাজপুর সোনারপুর পৌরসভার উপ চেয়ারম্যান ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস। কর্মীদের মধ্যে আবেগ এবং উচ্ছ্বাসের কোন খামতি দেখা যায়নি। একজন কাউন্সিলার যে এতটা জনপ্রিয় হতে পারে তা মোফারজল হোসেনের ভাইস চেয়ারম্যান ঘোষণা হতেই সেই ছবি আমাদের চোখে পড়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct