সেক আনোয়ার হোসেন,কাঁথি,আপনজন: অধিকারী পরিবারের গড় বলে পরিচিত ছিল কাঁথি পুরসভা। এবার তা ‘অধিকারীহীন’। কাঁথি পুরসভায় এবার চেয়ারম্যান হচ্ছেন সুবল মান্না। চার দশক পর কাঁথি পুরসভায় অধিকারী পরিবারের কোনো অস্তিত্ব রইল না। নতুন চেয়ারম্যান হচ্ছেন কাঁথি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড থেকে জয়ী সুবল মান্না। তিনি কাঁথির রাজনীতিতে পোড় খাওয়া রাজনীতিবিদ। ৩৭ বছর ধরে সামলেছেন কাউন্সিলরের দায়িত্ব। এই অভিজ্ঞ রাজনীতিবিদকে চেয়ারে বসিয়ে কাঁথিতে এবার নতুন পালে হাওয়া তুলতে চাইছে জোড়াফুল শিবির। এক সময় শিশির অধিকারীর সঙ্গে মতবিরোধ হওয়ায় সুবল মান্নাকে ভোটের টিকিট দেওয়া হয়নি। কাঁথি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে সে সময় তিনি নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ান। নির্দল হিসাবে জিতেও যান। তারপর যোগ দেন জোড়াফুল শিবিরে। গত দু’বছর কাঁথি পুরসভায় প্রশাসকমণ্ডলীর সদস্যও ছিলেন সুবল মান্না। কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান হচ্ছেন সুপ্রকাশ গিরি। ১৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন সুপ্রকাশ গিরি মৎস্য মন্ত্রী অখিল গিরির ছেলে। অন্যদিকে এগরা পুরসভার চেয়ারম্যান হচ্ছেন স্বপন নায়েক এবং তমলুক পুরসভার চেয়ারম্যান হচ্ছে দীপন্দ্রনারায়ণ রায়। এগরার ১১ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন স্বপন নায়েক। এগরা পুরসভার ১২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী জয়ন্ত সাউ হচ্ছেন ভাইস চেয়ারম্যান। তমলুকের ১ নম্বর ওয়ার্ড থেকে জিতে চেয়ারম্যান হচ্ছেন দীপন্দ্রনারায়ণ রায়। ওই পুরসভায় ভাইস চেয়ারম্যান হচ্ছেন লীনা(মাভুই) রায়।১২ নম্বর ওয়ার্ডে জিতেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct