জয়প্রকাশ কুইরি,পুরুলিয়া,আপনজন: এমন বন্ধ দীর্ঘদিন দেখেনি ঝালদা। এতটাই সর্বাত্বক যে সামান্য চায়ের দোকান পর্যন্ত খোলা ছিল না। কাউন্সিলার তপন কান্দু হত্যার ঘটনায় সোমবার বিকেলে ১২ ঘন্টা পুরুলিয়া বনধের ডাক দিয়েছিল কংগ্রেস। মঙ্গলবার সকাল থেকে বনধের জেরে ঝালদা ছিল একেবারে জনশূন্য। প্রয়োজন ছাড়া কোন মানুষও ঘর থেকে বের হন নি এদিন। রাজনীতি নির্বিশেষে সকল মানুষ যেন এই বনধ কে সমর্থন করেছেন। কারণ সকলেই ধরে নিয়েছিলেন রাজনীতিতে যে যা দলেই করুক না কেন একটা খুনের রাজনীতি তারা যেন মেনে নেবেন না। পুরুলিয়া জেলার অন্যত্রে এই বনধের তেমন প্রভাব না পড়লেও ঝালদায় বনধের এই সাফল্য প্রমাণ করেছে মানুষ মানবিকতার পক্ষে রয়েছেন জেলা কংগ্রেসের সভাপতি সেকথাই বলেছেন। স্বতঃস্ফূর্ত এই বনধের জন্য ঝালদা বাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এদিন তপন কান্দুর পরিবারেও ছিল মৃত্যুর স্তব্ধতা। বনধের দিনও তাদের বাড়িতে এসেছেন প্রচুর লোক সকলেই শোকস্তব্ধ কিন্তু বন্ধের রীতি মেনেই সকলেই সেখানে এসেছেন ফলেই এই সর্বাত্বক বনধ প্রমান করেছে ঝালদা বাহুবলি রাজনীতিকে সমর্থন করে না সুষ্ট রাজনীতিকেই সমর্থন করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct