নিজস্ব প্রতিবেদক,কলকাতা,আপনজন: ঝালদা পৌরসভার কংগ্রেসের পৌরপিতা তপন কান্দুর হত্যার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত ও উপযুক্ত শাস্তির দাবিতে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি মোঃ সাদাব খানের নেতৃত্বে যুব কংগ্রেসের নেতাকর্মীরা আজ বিধানসভার গেটের সামনে বিক্ষোভ দেখান। বিধানসভার গেটের সামনে যুব কংগ্রেসের কর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকলে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। অত:পর পুলিশকর্মীরা যুব কংগ্রেসের নেতাকর্মীদের গ্রেফতার করে লালবাজার সেন্ট্রাল লকআপে নিয়ে যায়। সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে ঝালদার ঘটনায় শাসক দলের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি মোঃ সাদাব খান। তিনি বলেন, ক্ষমতাসীন দলের যে কোন মূল্যে শাসনক্ষমতা দখলের প্রবণতার জন্য সদ্যসমাপ্ত পৌর নির্বাচনগুলিতে অনেক জায়গাতেই সাধারণ মানুষ ভোট দিতে পারেন নি, রাজ্যের কোনো জায়গাতেই পৌর নির্বাচনগুলি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়নি। ঝালদার ঘটনায় অবিলম্বে সিবিআই তদন্ত এবং দোষীদের দ্রুত ও উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছেন তিনি। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আজহার মল্লিক, আজমল খান, হাবিবুর রহমান, গজেন্দ্র চৌবে, সমীর আলম, প্রশান্ত সামন্ত, মহম্মদ শওকিন, অজিতেশ পান্ডে, জয়দীপ, আকিব জহুর, সানি সিং, মো: হোসেন, ইন্তেখাব আখতার, সাদ্দাম সহ অন্যান্য নেতাকর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct