সেখ রিয়াজুদ্দিন,বীরভূম,আপনজন: বীরভূম জেলা ভূমিহারা ইউনিয়নের ব্যানারে সোমবার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজারের নিকট চাকরির দাবিতে গণ ডেপুটেশন প্রদান করা হয়। দেওচা পাচামিতে জমির ক্ষতিপূরণ বাবদ চাকরি পেলে, সরকার অধীকৃত জমির পরিবর্তে আমরা কেন চাকরি পাবনা।আইন ও নোটিফিকেশন অনুযায়ী অধিকার থাকলেও প্রাপ্য চাকরি থেকে বঞ্চিত করার অপচেষ্টা।জমিহারাদের প্রতি মাথা পিছু একজন যোগ্য প্রার্থীর চাকরির দাবিতে এই গণ ডেপুটেশন প্রদান বলে আন্দোলনকারীদের দাবি। উল্লেখ্য আজ থেকে প্রায় ২৫ বছর আগে বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্প, বক্রেশ্বর তাপবিদ্যুৎ জলাধারের রাস্তা নির্মাণের প্রয়োজনে বহু পরিবারের থেকে জমি অধিগ্রহণ করা হয় এবং প্রতিটি জমিহারা পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় বলে সংগঠনের দাবি। এক নোটিশে মাননীয় রাজ্যপাল মহাশয় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দেন। সেই নোটিশ অনুযায়ী জমিহারা প্রতিটি পরিবার থেকে বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্পের মধ্যেই সরাসরি উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে চাকরি পেয়ে যাওয়ার কথা, যাহা অনেকাংশে বাস্তবায়ন হয়নি, অধিকাংশ মানুষ বঞ্চিত। উল্লেখ্য ২০০১ সালের ৩ রা মার্চ ইন্টারভিউয়ের মাধ্যমে ১৮২ টি আবেদনের মধ্যে ৯৫ জনকে চাকরির জন্য বাছাই করা হয় কিন্তু তাদের মধ্যে থেকে ও চাকরি পাইনি। ইতিমধ্যে জমিহারা হিসেবে নোটিফকেশন অনুযায়ী এক্সেমপিটেড ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়। তা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি বলে ডেপুটেশনে আগত কাবিল মন্ডল, ভারত মন্ডল, বিশ্বনাথ জমাদার, জীবন কৃষ্ণ পাল, সেখ ইমরানদের অভিযোগ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct