আপনজন ডেস্ক: ১৯৮৯ সালে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’তে নায়ক হিসেবে আবির্ভাব ঘটে সালমান খানের। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বলিউডের শীর্ষ এই সুপারস্টারের। তিন দশকেরও বেশি সময় ধরে বড় পর্দা মাতাচ্ছেন ‘ভাইজান । তবে অভিনেতা হিসেবে তার কেরিয়ার সফল হলেও অভিনয় কেরিয়ার শুরুর পূর্বে অন্য পেশা বেছে নিতে চেয়েছিলেন এই অভিনেতা। এক সাক্ষাতকারে সে প্রসঙ্গেই মুখ খুলেছেন সালমান। তিনি বলেন, ' অভিনেতা না হলে আমি হয়ত চিত্রনাট্যকার হতাম। কারণ, আমার বাবা সেলিম খান বলিউডের বিখ্যাত চিত্রনাট্যকার। তাই বাবার পথেই শুরুতে হাঁটতে চেয়েছিলাম।' ইতিমধ্যেই ‘বল বীর’ ও ‘চন্দ্রমুখী’ নামক দুইটি সিনেমা নির্মিত হয়েছে সালমানের চিত্রনাট্যে। এছাড়া রয়েছে সালমানের প্রযোজনা প্রতিষ্ঠানও। ক্যারিয়ারে ‘লাভ’, ‘সাজান’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘হাম আপকে হ্যায় কৌন!’ , ‘করণ অর্জুন’, ‘দাবাং’, ‘এক থা টাইগার’, ‘বজরঙ্গি ভাইজান’সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct