নূর মোহাম্মদ খান,কলকাতা,আপনজন: তপশিলি ফেডারেশন-এর সহযোগিতায় মৃত্যুঞ্জয় মল্লিকের আহ্বানে “আপার প্রাইমারি আদিবাসী আনট্রেন্ড ঐক্য মঞ্চ” স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে ও বিকাশ ভবনে সংরক্ষিত ক্যাটাগরির শূন্য পদে আনট্রেন্ডদের নিয়োগের দাবিতে ডেপুটেশন প্রদান করা হল। ডেপুটেশনে উপস্থিত ছিলেন তপশিলি ফেডারেশনের সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক এবং আদিবাসী আনট্রেন্ড ঐক্য মঞ্চের সভাপতি গার্গী মুদি ও মঞ্চের সদস্য দেবাশিস মুদি এবং পম্পা বিশ্বাস। ঐ চারজন স্বয়ং চেয়ারম্যান ও সেক্রেটারি সাহেবের সাথে দুপুর বারোটা নাগাদ স্কুল সার্ভিস কমিশনের অফিসে সাক্ষাৎ করেন এবং দীর্ঘক্ষণ আনট্রেন্ডদের নিয়োগের ব্যাপারে আলোচনা হয়। মঞ্চের পক্ষ থেকে বলা হয় যেসব সাবজেক্ট এবং ক্যাটাগরিতে ট্রেন্ড প্রার্থী পাওয়া যায়নি যথা বাংলা (এসসি), পিওর সায়েন্স (এসসি, এসটি শা.প্র)আরবী (ওবিসি-এ, বিসি-বি, শা.প্র) বায়ো সায়েন্সে (এসটি), সংস্কৃত (শাপ্র), ইংলিশ (এসটি) ইত্যাদি এইসব সাবজেক্ট ও ক্যাটাগরিতে অনেক সিট ফাঁকা সেখানে অবিলম্বে আনট্রেন্ডদের ইন্টারভিউতে ডাকতে হবে। স্বয়ং চেয়ারম্যান সাহেব আনট্রেন্ডদের যে দাবি আইন মোতাবেক লিগ্যাল সেটা স্বীকার করেন এবং চাকরিপ্রার্থীদের আশ্বস্ত করে বলেন, যেহেতু আপার প্রাইমারিতে কোর্টের নির্দেশ ানুযায়ী নিয়োগ হবে। তাই আনট্রেন্ড বিষয়ে কোর্টে ডিভিশন বেঞ্চে জানানো হবে। কোর্টের অনুমতি নিয়ে আনট্রেন্ডদের অবশ্যই নিয়োগের ব্যবস্থা হবে। যাতে এই আপার প্রাইমারির মতো নিয়োগে আইনি জটিলতার মধ্যে না পড়তে হয় সেই চেষ্টা চালাবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct