সজিবুল ইসলাম,ডোমকল,আপনজন: রবিবার ডোমকল এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী মহকুমার সমস্ত বাসমালিকদের নিয়ে আলোচনা সভা করেন যাতে করে বাস দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা যায়। কিন্তু তাতেও কোনো ফল পাওয়া গেল না। সোমবার বিকেল সাড়ে তিনটা নাগাদ বাসের গতি বেশি থাকার কারণে জলঙ্গি থানার নছেরে পাড়ায় বাস ও টোটো সংঘর্ষে আহত দুই। সূত্রে জানা যায় যে বহরমপুর থেকে করিমপুর যাচ্ছিল যাত্রী বোঝাই বাস আর টোটো জলঙ্গী থেকে ডোমকল যাচ্ছিল তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাস টোটো কে ধাক্কা মারলে টোটো উল্টিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা এক শিশু ও এক ব্যক্তি উপরে পরে যায়।তার ফলে আহত হয় শামসুল আলম (৫৫) মুরসালীন শেখ (১০)। আহতদের বাড়ি নছেরের পাড়ায়। স্থানীয়রা আহত দের উদ্ধার করে স্থানীয় সাদিখাঁন দেয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। স্থানীয় এক মহিলা জানান, যে বাসের গতি ছিল তার কারণে এই দুর্ঘটনা। ঘটনাস্থলে জলঙ্গী থানার ওসি সৌম্য দে সহ বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসেন যদিও গাড়ির চালক সহ খালাসী পলাতক। পুলিশ জানিয়েছে চালকের খোঁজে তল্লাশি চলছে ও কি কারণে এই দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct